হাসপাতালের বেডে শুয়েও পাঁচ বিলে স্বাক্ষর রাজ্যপালের

- আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার
- / 145
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজভবনে ফিরেই আগের মতো কাজে ‘মন’ বসালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। টানা চিকিৎসাধীন থাকার পর দিন দশেক আগেই রাজভবনে ফিরেছেন তিনি। একটু একটু করে শুরু করেন কাজ। সূত্র বলছে, আবার নিজের আগের কর্মতৎপরতাতেই ফিরে এসেছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বিধি-নিষেধ রয়েছে। কিন্তু তা সঙ্গে নিয়েই কাজেও মন বসিয়েছেন রাজ্যপাল। তবে এখনই কোনও দূরপাল্লার ভ্রমণ বা জিরো গ্রাউন্ডে নেমে পর্যবেক্ষণের কাজে যাবেন না সিভি আনন্দ বোস। সংযমী হয়ে শরীরকে আরও একটু সুস্থ হওয়ার সময় দেবেন।
উল্লেখ্য, গত এপ্রিলের শেষের দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কমান্ড হাসপাতালে ভর্তি হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর আর্টারি বা ধমনিতে ব্লকেজ ধরা পড়েছে বলেই সেই সময় জানা গিয়েছিল চিকিৎসকদের তরফে। প্রয়োজন পড়ে তড়িঘড়ি অস্ত্রোপচারের। সূত্রের খবর, বাইপাসের ধারের কোনও এক বেসরকারি হাসপাতালেই হয়েছে সেই অস্ত্রোপচারের কাজ। এরপর মে মাসের ঠিক মাঝামাঝি সময় করে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাজভবনে ফেরেন তিনি।
জানা গিয়েছে, চিকিৎসাধীন অবস্থাতেও কাজ থেকে বিরতি নেননি রাজ্যপাল। হাসপাতালের বেডে শুয়েও তাঁকে স্বাক্ষর করতে হয়েছে একের পর এক বিল। এই সময়কালে মোট পাঁচটি বিল, যথাক্রমে, পশ্চিমবঙ্গ টাউন অ্যান্ড কান্টি (পরিকল্পনা ও উন্নয়ন) (সংশোধন) বিল, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও ভাড়াটিয়া ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, পশ্চিমবঙ্গ কর ট্রাইব্যুনাল (সংশোধন) বিল,পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধন) বিল ও হাওড়া পৌর কর্পোরেশন (সংশোধন) বিলে অনুমোদন দিয়েছেন।