০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্যোগে আটকে পড়া পর্যটকদের জন্য স্পেশাল বাস সরকারের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 98

পুবের কলম প্রতিবেদক: সাধারণ মানুষ বিপদে পড়লে পরিবহণ দফতরের তরফে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। এবারও তা করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। উত্তরবঙ্গে একটানা চলছে প্রাকৃতিক দুর্যোগ। একাধিক জায়গায় ধস নেমে বন্ধ হয়ে রয়েছে পথ। বিশেষ করে শিলিগুড়ি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ট্রেন পরিষেবাও বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবে দুর্যোগে আটকে পড়েছেন বহু পর্যটক। সেই পর্যটকদের বাড়ি ফেরাতে বিশেষ বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এনবিএসটিসি।

সদ্য শেষ হয়েছে দুর্গাপুজোর মরশুম। এই ফাঁকে অনেকেই ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন। এরই মধ্যে দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। আর তাতে আটকে পড়েছেন বহু পর্যটক। শুধুমাত্র বাইরে থেকে আসা পর্যটকরাই নয়, স্থানীয় পর্যটকরাও আটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে পর্যটকদের সুবিধার্থে বিশেষ বাস পরিষেবা চালু করেছে এনবিএসটিসি।

আরও পড়ুন: বঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা

এ নিয়ে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, সোমবার রাত থেকেই এই বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। বাস ভর্তি পর্যটক ফিরে গিয়েছেন। শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে এই স্পেশাল বাসে অনেক পর্যটক ফিরে এসেছেন নিজেদের গন্তব্যে।

আরও পড়ুন: বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরোনো বাস, জানাল কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে থেকে প্রতিদিন আটটি বাস কলকাতা রুটে চালানো হয়। তার সঙ্গে আরও বাড়তি বাস দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী বাসগুলি চালানো হবে। কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে বাস পরিষেবা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: গরমে দিল্লির রাস্তা থেকে তুলে নেওয়া হল ২০০০ বাস, বিজেপি দুর্নীতিগ্রস্ত তোপ আপের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্যোগে আটকে পড়া পর্যটকদের জন্য স্পেশাল বাস সরকারের

আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: সাধারণ মানুষ বিপদে পড়লে পরিবহণ দফতরের তরফে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। এবারও তা করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। উত্তরবঙ্গে একটানা চলছে প্রাকৃতিক দুর্যোগ। একাধিক জায়গায় ধস নেমে বন্ধ হয়ে রয়েছে পথ। বিশেষ করে শিলিগুড়ি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ট্রেন পরিষেবাও বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবে দুর্যোগে আটকে পড়েছেন বহু পর্যটক। সেই পর্যটকদের বাড়ি ফেরাতে বিশেষ বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এনবিএসটিসি।

সদ্য শেষ হয়েছে দুর্গাপুজোর মরশুম। এই ফাঁকে অনেকেই ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন। এরই মধ্যে দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। আর তাতে আটকে পড়েছেন বহু পর্যটক। শুধুমাত্র বাইরে থেকে আসা পর্যটকরাই নয়, স্থানীয় পর্যটকরাও আটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে পর্যটকদের সুবিধার্থে বিশেষ বাস পরিষেবা চালু করেছে এনবিএসটিসি।

আরও পড়ুন: বঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা

এ নিয়ে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, সোমবার রাত থেকেই এই বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। বাস ভর্তি পর্যটক ফিরে গিয়েছেন। শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে এই স্পেশাল বাসে অনেক পর্যটক ফিরে এসেছেন নিজেদের গন্তব্যে।

আরও পড়ুন: বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরোনো বাস, জানাল কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে থেকে প্রতিদিন আটটি বাস কলকাতা রুটে চালানো হয়। তার সঙ্গে আরও বাড়তি বাস দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী বাসগুলি চালানো হবে। কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে বাস পরিষেবা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: গরমে দিল্লির রাস্তা থেকে তুলে নেওয়া হল ২০০০ বাস, বিজেপি দুর্নীতিগ্রস্ত তোপ আপের