০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুল্পিতে দুটি গাড়ির রেসারেসিতে প্রাণ গেল ঠাকুমা ও নাতির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 16

ওবাদুল্লা লস্কর,  কুল্পি: দুটি গাড়ির বেপরোয়া রেসারেসিতে প্রাণ গেল ঠাকুমা ও নাতির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুল্পির গোপালনগর মোড় ১১৭ নং জাতীয় সড়কের। মৃত ঠাকুমা করবি বৈদ্য( (৫৪) ও নাতি অর্ঘ্যদীপ বৈদ্য ( ৫)।

কুল্পিতে দুটি গাড়ির রেসারেসিতে প্রাণ গেল ঠাকুমা ও নাতির

আরও পড়ুন: মৃত বন্ধুর চিতায় ঝাঁপ, উত্তরপ্রদেশে প্রাণ হারালেন যুবক

জানাযায়,   ঠাকুমা করবি বৈদ্য অর্ঘদীপকে নিয়ে পাকা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় কাকদ্বীপ গামী দুটি প্রাইভেট গাড়ি বেপরোয়াভাবে নিজেদের মধ্যে রেসারেসি করে আসছিল। গোপালনগর মোড়ের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে করবি বৈদ্য ও অর্ঘ্যদীপকে। ঘটনায় মাটিতে ছিটকে পড়ে দুজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুল্পি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে জানায়।

আরও পড়ুন: জলের দখল নিয়ে সংঘর্ষে নাইজেরিয়ায় ৩০ জনের প্রাণহানি

অন্যদিকে ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে কুলপি থানার পুলিশ। মৃতদেহ ২টি উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: পাঁচ বছরে কমবে দেড় কোটি চাকরি

মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঠাকুমা ও  নাতির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। পাশাপাশি ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুল্পিতে দুটি গাড়ির রেসারেসিতে প্রাণ গেল ঠাকুমা ও নাতির

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

ওবাদুল্লা লস্কর,  কুল্পি: দুটি গাড়ির বেপরোয়া রেসারেসিতে প্রাণ গেল ঠাকুমা ও নাতির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুল্পির গোপালনগর মোড় ১১৭ নং জাতীয় সড়কের। মৃত ঠাকুমা করবি বৈদ্য( (৫৪) ও নাতি অর্ঘ্যদীপ বৈদ্য ( ৫)।

কুল্পিতে দুটি গাড়ির রেসারেসিতে প্রাণ গেল ঠাকুমা ও নাতির

আরও পড়ুন: মৃত বন্ধুর চিতায় ঝাঁপ, উত্তরপ্রদেশে প্রাণ হারালেন যুবক

জানাযায়,   ঠাকুমা করবি বৈদ্য অর্ঘদীপকে নিয়ে পাকা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় কাকদ্বীপ গামী দুটি প্রাইভেট গাড়ি বেপরোয়াভাবে নিজেদের মধ্যে রেসারেসি করে আসছিল। গোপালনগর মোড়ের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে করবি বৈদ্য ও অর্ঘ্যদীপকে। ঘটনায় মাটিতে ছিটকে পড়ে দুজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুল্পি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে জানায়।

আরও পড়ুন: জলের দখল নিয়ে সংঘর্ষে নাইজেরিয়ায় ৩০ জনের প্রাণহানি

অন্যদিকে ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে কুলপি থানার পুলিশ। মৃতদেহ ২টি উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: পাঁচ বছরে কমবে দেড় কোটি চাকরি

মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঠাকুমা ও  নাতির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। পাশাপাশি ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।