১৬ জুন ২০২৫, সোমবার, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেটাকে ইসরাইল থেকে বার করে দিল নেতানিয়াহু 

চামেলি দাস
  • আপডেট : ১১ জুন ২০২৫, বুধবার
  • / 162

পুবের কলম ওয়েবডেস্ক: সরকারজলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে ইসরাইল থেকে বার করে দিল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। মঙ্গলবার এ কথা জানিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক। সোমবার ভোররাতে গ্রেটাদের নৌকা ‘মাদলিন’কে গাজায় প্রবেশের আগে আটকায় ইসরাইলি বাহিনী। গ্রেফতার করা হয় নৌকায় সওয়ার সকলকে। তার পর থেকে গ্রেটাদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার ইসরাইলের বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্রেটাকে ইসরাইল থেকে বার করে দেওয়া হয়েছে।

নির্লজ্জের মতো দখলদার ও গণহত্যাকারী ইসরাইল কটাক্ষ করে বলেছে, সেলফি তুলতেই এসেছিলেন গ্রেটা। তাঁকে নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি গ্রেটাকে ‘বদরাগী তরুণী’নামে অভিহিত করেন।

আরও পড়ুন: আমেরিকার গর্বের F-35 Lightning II যুদ্ধবিমান ভূপতিত করেছে ইরান

মঙ্গলবার ইসরাইলের বিদেশ মন্ত্রক এক্স এ পোস্ট করে জানায় ফ্রান্সের বিমানে চেপেছেন গ্রেটা। সেখান থেকেই যাবেন নিজের দেশ সুইডেনে। বিমানে সওয়ার গ্রেটার একটি ছবিও পোস্ট করা হয়েছে মন্ত্রকের তরফে।

আরও পড়ুন: ইরানে হামলা, বিশ্বজুড়ে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে

ইসরাইলে গ্রেটাদের হয়ে আইনি লড়াই করছিল আদালাহ নামে একটি গোষ্ঠী। তারা জানিয়েছে, গ্রেটা, দুই সমাজকর্মী এবং এক সাংবাদিক ইসরাইলে থেকে তাঁদের বিতাড়নে রাজি হয়ে গিয়েছেন। তাই তাঁরা ইসরাইল ছেড়ে চলে গিয়েছেন। নৌকায় থাকা বাকি আটজন তাতে রাজি হননি। সে কারণে ওই আটজনকে এখনও আটক করে রাখা হয়েছে। তাঁদের মঙ্গলবার বিকেলের দিকে আদালতে হাজির করানো হতে পারে।

আরও পড়ুন: ভারত মধ্যস্থতা করলে রাজি নেতানিয়াহু : ইসরায়েলি দূত

গ্রেটাদের দলে ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান। তিনি ফিলিস্তিন বংশোদ্ভূত। সে কারণে তাঁকে ইসরাইলে প্রবেশই করতে দেয়নি নেতানিয়াহু সরকার। তাঁকে আটক করে রাখা হয়েছে, না কি ছেড়ে দেওয়া হয়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী নিয়ে ‘মাদলিন’ নামে এক নৌকায় চেপে ফিলিস্তিনের দিকে এগোচ্ছিল থুনবার্গ-সহ মোট ১২ জনের প্রতিনিধি দল। গত ৬ জুন ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলি থেকে নৌকাটি রওনা দেয়। সোমবার সন্ধ্যায় নৌকাটি গাজায় পৌঁছনোর কথা ছিল।

নেপথ্যে ছিল ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামে একটি সংগঠন। সেই সংগঠনের তরফে জানানো হয়েছে, গাজায় ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে, তার প্রতিবাদেই এই যাত্রা করেছে তারা। গাজায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়াই তাঁদের উদ্দেশ্য। গাজা উপকূলের ২০০ কিলোমিটার দূরে নৌকাটিকে আটক করে ইসরাইল সেনা। ওই সংগঠন অভিযোগ করে যে, এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরাইল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রেটাকে ইসরাইল থেকে বার করে দিল নেতানিয়াহু 

আপডেট : ১১ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: সরকারজলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে ইসরাইল থেকে বার করে দিল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। মঙ্গলবার এ কথা জানিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক। সোমবার ভোররাতে গ্রেটাদের নৌকা ‘মাদলিন’কে গাজায় প্রবেশের আগে আটকায় ইসরাইলি বাহিনী। গ্রেফতার করা হয় নৌকায় সওয়ার সকলকে। তার পর থেকে গ্রেটাদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার ইসরাইলের বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্রেটাকে ইসরাইল থেকে বার করে দেওয়া হয়েছে।

নির্লজ্জের মতো দখলদার ও গণহত্যাকারী ইসরাইল কটাক্ষ করে বলেছে, সেলফি তুলতেই এসেছিলেন গ্রেটা। তাঁকে নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি গ্রেটাকে ‘বদরাগী তরুণী’নামে অভিহিত করেন।

আরও পড়ুন: আমেরিকার গর্বের F-35 Lightning II যুদ্ধবিমান ভূপতিত করেছে ইরান

মঙ্গলবার ইসরাইলের বিদেশ মন্ত্রক এক্স এ পোস্ট করে জানায় ফ্রান্সের বিমানে চেপেছেন গ্রেটা। সেখান থেকেই যাবেন নিজের দেশ সুইডেনে। বিমানে সওয়ার গ্রেটার একটি ছবিও পোস্ট করা হয়েছে মন্ত্রকের তরফে।

আরও পড়ুন: ইরানে হামলা, বিশ্বজুড়ে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে

ইসরাইলে গ্রেটাদের হয়ে আইনি লড়াই করছিল আদালাহ নামে একটি গোষ্ঠী। তারা জানিয়েছে, গ্রেটা, দুই সমাজকর্মী এবং এক সাংবাদিক ইসরাইলে থেকে তাঁদের বিতাড়নে রাজি হয়ে গিয়েছেন। তাই তাঁরা ইসরাইল ছেড়ে চলে গিয়েছেন। নৌকায় থাকা বাকি আটজন তাতে রাজি হননি। সে কারণে ওই আটজনকে এখনও আটক করে রাখা হয়েছে। তাঁদের মঙ্গলবার বিকেলের দিকে আদালতে হাজির করানো হতে পারে।

আরও পড়ুন: ভারত মধ্যস্থতা করলে রাজি নেতানিয়াহু : ইসরায়েলি দূত

গ্রেটাদের দলে ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান। তিনি ফিলিস্তিন বংশোদ্ভূত। সে কারণে তাঁকে ইসরাইলে প্রবেশই করতে দেয়নি নেতানিয়াহু সরকার। তাঁকে আটক করে রাখা হয়েছে, না কি ছেড়ে দেওয়া হয়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী নিয়ে ‘মাদলিন’ নামে এক নৌকায় চেপে ফিলিস্তিনের দিকে এগোচ্ছিল থুনবার্গ-সহ মোট ১২ জনের প্রতিনিধি দল। গত ৬ জুন ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলি থেকে নৌকাটি রওনা দেয়। সোমবার সন্ধ্যায় নৌকাটি গাজায় পৌঁছনোর কথা ছিল।

নেপথ্যে ছিল ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামে একটি সংগঠন। সেই সংগঠনের তরফে জানানো হয়েছে, গাজায় ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে, তার প্রতিবাদেই এই যাত্রা করেছে তারা। গাজায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়াই তাঁদের উদ্দেশ্য। গাজা উপকূলের ২০০ কিলোমিটার দূরে নৌকাটিকে আটক করে ইসরাইল সেনা। ওই সংগঠন অভিযোগ করে যে, এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরাইল।