‘গৃহ লক্ষ্মী’ প্রকল্পে মহিলাদের মাসিক ২,০০০ টাকা সহায়তা, রাহুলের হাতে নয়া স্কিম চালু কর্নাটকে

- আপডেট : ৩০ অগাস্ট ২০২৩, বুধবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: পাঁচ গ্যারান্টি পূরণে তৎপর কংগ্রেস সরকার। আরও একটি গ্যারান্টি পূরণ করে চমক দিল কর্নাটক সরকার। বুধবার রাহুল গান্ধীর হাত দিয়ে কর্নাটকে চালু হল ‘গৃহ লক্ষ্মী’ প্রকল্পের। রাজ্যের প্রায় ১.১ কোটি মহিলাকে মাসিক ২,০০০ টাকা সহায়তা প্রদান করা হবে। মূলত যে মহিলারা পরিবারের প্রধান তাদের ‘গৃহ লক্ষ্মী’ প্রকল্পের আততায় আনা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ, কর্নাটক বিধানসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে পাঁচটি গ্যারান্টি দিয়েছিলেন কংগ্রেস। ক্ষমতায় এলে রাজ্যবাসীর স্বার্থে ৫টি জনকল্যাণমূলক প্রকল্প চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। হাত শিবিরের পাঁচ গ্যারান্টির মধ্যে ছিল, দারিদ্র্যসীমার নীচে বসবাসকারীদের ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, পরিবারের মহিলা প্রধানদের প্রতি মাসে ২০০০ টাকা গৃহলক্ষ্মী ভাতা, স্নাতক হওয়ার পর দুই বছর পর্যন্ত বেকারদের জন্য ৩ হাজার টাকা এবং বেকার ডিপ্লোমাদের জন্য দেড় হাজার টাকা ভাতা। বিপিএল তালিকাভুক্ত সকল সদস্যদের জন্য ১০ কেজি বিনামূল্যে চাল, এবং মহিলাদের জনয় বিনামূল্যে বাসে ভ্রমণ।
#WATCH | Mysuru, Karnataka | Congress MP Rahul Gandhi transfers the amount into the bank accounts of the beneficiaries of Gruha Lakshmi Yojana, through direct benefit transfer (DBT).
The scheme was launched in the presence of Congress President Mallikarjun Kharge and him, here. pic.twitter.com/Be1XZ7Mddl
— ANI (@ANI) August 30, 2023
বুধবার মহারাজা কলেজ মাঠের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ‘গৃহ লক্ষ্মী’ প্রকল্পের উদ্বোধন করেন রাহুল গান্ধী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।
এর আগেই সিদ্দারামাইয়া জানিয়েছিলেন, ‘তাঁদের সরকার ইতিমধ্যে পাঁচটি ‘গ্যারান্টি‘র মধ্যে তিনটি বাস্তবায়ন করেছে। ‘শক্তি’, ‘গৃহ জ্যোতি’ এবং ‘অন্নভাগ্য’। ‘গৃহ লক্ষ্মী’ প্রকল্প তাঁদের চতুর্থ গ্যারান্টি পূরণ’। এই প্রকল্পের জন্য ১৭,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ডিসেম্বরেই চালু হবে শিক্ষিত বেকার যুবকদের জন্য পঞ্চম গ্যারান্টি ‘যুব নিধি‘ প্রকল্প বলে জানা গিয়েছে।