০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রমযান উপলক্ষে দেশবাসীকে ৫০ টন চাল উপহার গিনি ফুটবলার কেইতার

ইমামা খাতুন
  • আপডেট : ১০ এপ্রিল ২০২২, রবিবার
  • / 18

পুবের কলম প্রতিবেদক: আফ্রিকার একাধিক পিছিয়ে পড়া দেশের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে এর আগে একাধিক ফুটবলারকে এগিয়ে আসতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে লিভারপুলের তারকা ফুটবলার নাবি কেইতা। পবিত্র রমযান উপলক্ষে নিজের দেশবাসীকে ৫০ টন চাল দিয়ে তাদের মুখে হাঁসি ফোটালেন গিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক কেইতা। উল্লেখ্য, এর আগে রমযান মাসে দেশবাসীকে সাহায্য করতে দেখা গিয়েছে মিশরের মুহাম্মদ সালাহ, সেনেগালের সাদিও মানেকেও।

এটা প্রথমবার নয়, গত বছরও কেইতা গিনির দুঃস্থ মানুষদের সাহায্যার্থে ৩০ টন চাল পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন গিনির ক্রীড়া সাংবাদিক মিলামিন টুরি। গত বছর রমযান মাসে নাবি কেইতা তার দেশের মুসলিমদের ট্রাক ভরে ইফতারের সামগ্রীও পাঠিয়েছিলেন। গতবারের তুলনায় এবারে তিনি ৩০ টন থেকে চালের পরিমাণ বাড়িয়ে ৫০ টনে এনেছেন। সামনের বছর চালের পরিমাণ আরও বাড়িয়ে দেবেন বলে নাবি কেইতা নাকি তার এজেন্টকে জানিয়েছেন।

 

গিনির তারকা ফুটবলার নাবি কেইতার সম্পর্কে সাংবাদিক মিলামিন বলেন, ‘এই পবিত্র রমযান মাস উপলক্ষ্যে নাবি কেইতা দ্বিতীয় বার তার উদারতা ও বদান্যতার কথা তুলে ধরলেন। এই একই কাজ তাকে এর আগেও করতে দেখা গিয়েছে। তিনি এভাবে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে নিজের ভক্ত-সমর্থকদের হৃদয় বার বার জিতে নিয়েছেন।’ মিলামিন টুরি নিজের টুইটার অ্যাকাউন্টে এই খবর পোস্ট করার পরপরই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী নাবির অসংখ্য ভক্ত তার এ অসামান্য কাজে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রমযান উপলক্ষে দেশবাসীকে ৫০ টন চাল উপহার গিনি ফুটবলার কেইতার

আপডেট : ১০ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: আফ্রিকার একাধিক পিছিয়ে পড়া দেশের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে এর আগে একাধিক ফুটবলারকে এগিয়ে আসতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে লিভারপুলের তারকা ফুটবলার নাবি কেইতা। পবিত্র রমযান উপলক্ষে নিজের দেশবাসীকে ৫০ টন চাল দিয়ে তাদের মুখে হাঁসি ফোটালেন গিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক কেইতা। উল্লেখ্য, এর আগে রমযান মাসে দেশবাসীকে সাহায্য করতে দেখা গিয়েছে মিশরের মুহাম্মদ সালাহ, সেনেগালের সাদিও মানেকেও।

এটা প্রথমবার নয়, গত বছরও কেইতা গিনির দুঃস্থ মানুষদের সাহায্যার্থে ৩০ টন চাল পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন গিনির ক্রীড়া সাংবাদিক মিলামিন টুরি। গত বছর রমযান মাসে নাবি কেইতা তার দেশের মুসলিমদের ট্রাক ভরে ইফতারের সামগ্রীও পাঠিয়েছিলেন। গতবারের তুলনায় এবারে তিনি ৩০ টন থেকে চালের পরিমাণ বাড়িয়ে ৫০ টনে এনেছেন। সামনের বছর চালের পরিমাণ আরও বাড়িয়ে দেবেন বলে নাবি কেইতা নাকি তার এজেন্টকে জানিয়েছেন।

 

গিনির তারকা ফুটবলার নাবি কেইতার সম্পর্কে সাংবাদিক মিলামিন বলেন, ‘এই পবিত্র রমযান মাস উপলক্ষ্যে নাবি কেইতা দ্বিতীয় বার তার উদারতা ও বদান্যতার কথা তুলে ধরলেন। এই একই কাজ তাকে এর আগেও করতে দেখা গিয়েছে। তিনি এভাবে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে নিজের ভক্ত-সমর্থকদের হৃদয় বার বার জিতে নিয়েছেন।’ মিলামিন টুরি নিজের টুইটার অ্যাকাউন্টে এই খবর পোস্ট করার পরপরই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী নাবির অসংখ্য ভক্ত তার এ অসামান্য কাজে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।