রাজস্থানের পর গুজরাত, লম্পি স্কিন নামে বিরল চর্মরোগে আক্রান্ত হয়ে মৃত ১৪০০ গবাদি পশু, আক্রান্ত ৫৪০০০
- আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার
- / 39
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রথমে রাজস্থানে অজানা চর্মরোগে প্রাণ হারায় ১২০০ গবাদি পশু। এবার লাম্পি স্কিল নামে বিরল চর্মরোগ আতঙ্ক ছড়িয়েছে গুজরাতে। এখনও পর্যন্ত প্রায় ২০ টি জেলায় ১৪০০ গরুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
কচ্ছ, রাজকোট, দোয়ারকা, জামনাগর, পোরবন্দর সহ একাধিক জেলায় কার্যত গবাদি পশুর মড়ক লেগেছে। রাজস্থানে যখন প্রথম এই রোগ ছড়িয়ে পড়তে শুরু করে তখন পশু বিশেষজ্ঞরা জানান আফ্রিকা হয়ে, পাকিস্তান থেকে ভারতে এসেছে এই মারন রোগ। মূলত রাজস্থানে পাক সীমান্তবর্তী গ্রামগুলিতে এই রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছিল।
গুজরাতে এখনও পর্যন্ত ৫৪ হাজার ১৬১টি গবাদি পশু ‘লম্পি স্কিনে’ আক্রান্ত। গুজরাতের পশুপালন দফতর জানিয়েছে পশু চিকিৎসকরা।
আক্রান্ত জেলাগুলিতে যাচ্ছেন। টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মোট ৮ লাখ গুরুকে এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়েছে। গুজরাতে এখনও পর্যন্ত ৫৪ হাজার ১৬১টি গবাদি পশু ‘লম্পি স্কিনে’ আক্রান্ত হয়েছে। বাতিল করা হয়েছে পশু মেলা