০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুইডেনে বন্দুক হামলায় হতাহত চার

ইমামা খাতুন
  • আপডেট : ১১ জুন ২০২৩, রবিবার
  • / 14

REPRESENTATIVE IMAGE

পুবের কলম,ওয়েবডেস্ক: সুইডেনে বন্দুক হামলায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিনজন। পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার স্টকহোমে হামলার ঘটনা ঘটে।

তবে কী কারণে ওই হামলা তা এখনও নিশ্চিত নয়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার আগে স্টকহোমের দক্ষিণাঞ্চলে গোলাগুলির খবর পায় পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করেন। কাছাকাছি অন্য একটি জায়গা থেকে আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক কিশোর প্রাণ হারায়। স্টকহোমের পুলিশের মুখপাত্র টোয়ে হ্যাগ বলেন, গুলিতে নিহত হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ১৫ বছর বয়সী আরও এক কিশোর আহত হয়েছে। এছাড়া ৪৫ এবং ৬৫ বছর বয়সী এক পুরুষ ও এক নারীও আহত হয়েছেন। হামলার ঘটনার প্রায় এক ঘণ্টা পর সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুইডেনে বন্দুক হামলায় হতাহত চার

আপডেট : ১১ জুন ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: সুইডেনে বন্দুক হামলায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিনজন। পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার স্টকহোমে হামলার ঘটনা ঘটে।

তবে কী কারণে ওই হামলা তা এখনও নিশ্চিত নয়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার আগে স্টকহোমের দক্ষিণাঞ্চলে গোলাগুলির খবর পায় পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করেন। কাছাকাছি অন্য একটি জায়গা থেকে আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক কিশোর প্রাণ হারায়। স্টকহোমের পুলিশের মুখপাত্র টোয়ে হ্যাগ বলেন, গুলিতে নিহত হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ১৫ বছর বয়সী আরও এক কিশোর আহত হয়েছে। এছাড়া ৪৫ এবং ৬৫ বছর বয়সী এক পুরুষ ও এক নারীও আহত হয়েছেন। হামলার ঘটনার প্রায় এক ঘণ্টা পর সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।