ইসরাইলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান রাষ্ট্রসংঘের মহাসচিবের
- আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 338
পুবের কলম ওয়েবডেস্ক: রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বকে ইসরাইলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তবে ইসরাইল পশ্চিম তীর দখলের হুমকি দিয়েছে।
গুতেরেসের ভাষায়, “আমাদের প্রতিশোধের ভয়ে থেমে থাকা উচিত নয়। ইসরাইল যেভাবেই হোক এসব চালিয়ে যাবে। অন্ততপক্ষে আন্তর্জাতিক চাপ প্রয়োগের সুযোগ তৈরি হতে পারে।”
তিনি অভিযোগ করেন, ইসরাইল পশ্চিম তীরে ধীরে ধীরে দখল বাড়াচ্ছে এবং একইসঙ্গে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে মহাসচিব বলেন, “মৃত্যু ও ধ্বংসের এমন দৃশ্য জীবনে কখনো দেখিনি। ফিলিস্তিনিরা দুর্ভিক্ষ, স্বাস্থ্যসেবার অভাব ও আশ্রয়হীনতায় ভুগছে।”
যদিও গুতেরেস ইসরাইলি পদক্ষেপকে সরাসরি ‘গণহত্যা’ আখ্যা দেননি, তিনি স্পষ্ট করে বলেন, “মূল বিষয় শব্দ নয়, বরং বাস্তবে যা ঘটছে সেটাই ভয়াবহ।”
এদিকে ইসরাইল গাজায় স্থল অভিযান চালিয়ে স্থানীয়দের দক্ষিণে সরতে বলছে। কিন্তু বহু ফিলিস্তিনি জানিয়েছেন, তাদের পক্ষে এ যাত্রা ব্যয়বহুল এবং কোথায় আশ্রয় নেবেন, সেটাও অনিশ্চিত।



















































