০৫ জানুয়ারী ২০২৬, সোমবার, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম আরামদায়ক ‘কুলিং ইহরাম’ আনলো সৌদি আরব

হজযাত্রীদের তীব্র গরম থেকে সুরক্ষা দিতে বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ উদ্বোধন করেছে সৌদি আরব। তাপ প্রতিফলিত ও শরীর শীতল রাখার বিশেষ প্রযুক্তির কাপড়ে তৈরি এই পোশাক হজের পুরো আনুষ্ঠানিকতায় যাত্রীদের আরও আরাম ও নিরাপত্তা দেবে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেখতে ঐতিহ্যবাহী ইহরামের মতোই হলেও এই পোশাকের মূল বৈশিষ্ট্য এর উন্নত উপাদান। ব্যবহৃত বিশেষ ফ্যাব্রিক সূর্যালোক প্রতিফলিত করে, বায়ু চলাচল বাড়ায় এবং দীর্ঘসময় বাইরে থাকলে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে।
এ ছাড়া ঘামের সংস্পর্শে দ্রুত শুকিয়ে যায় বলে এতে আঠালো ভাব বা অতিরিক্ত ভার জমে না, যা তপ্ত আবহাওয়ায় হজযাত্রীদের স্বস্তি দেবে। ত্বকে সরাসরি তাপের প্রভাব কমাতেও পোশাকটি কার্যকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হজযাত্রীদের অভিজ্ঞতা আরও আরামদায়ক করতে সৌদি আরবের সাম্প্রতিক এই উদ্ভাবনকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলা সংকট ঘিরে দুনিয়াজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্ব যুদ্ধের আশঙ্কা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম আরামদায়ক ‘কুলিং ইহরাম’ আনলো সৌদি আরব

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

হজযাত্রীদের তীব্র গরম থেকে সুরক্ষা দিতে বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ উদ্বোধন করেছে সৌদি আরব। তাপ প্রতিফলিত ও শরীর শীতল রাখার বিশেষ প্রযুক্তির কাপড়ে তৈরি এই পোশাক হজের পুরো আনুষ্ঠানিকতায় যাত্রীদের আরও আরাম ও নিরাপত্তা দেবে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেখতে ঐতিহ্যবাহী ইহরামের মতোই হলেও এই পোশাকের মূল বৈশিষ্ট্য এর উন্নত উপাদান। ব্যবহৃত বিশেষ ফ্যাব্রিক সূর্যালোক প্রতিফলিত করে, বায়ু চলাচল বাড়ায় এবং দীর্ঘসময় বাইরে থাকলে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে।
এ ছাড়া ঘামের সংস্পর্শে দ্রুত শুকিয়ে যায় বলে এতে আঠালো ভাব বা অতিরিক্ত ভার জমে না, যা তপ্ত আবহাওয়ায় হজযাত্রীদের স্বস্তি দেবে। ত্বকে সরাসরি তাপের প্রভাব কমাতেও পোশাকটি কার্যকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হজযাত্রীদের অভিজ্ঞতা আরও আরামদায়ক করতে সৌদি আরবের সাম্প্রতিক এই উদ্ভাবনকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।