০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৩-এ হজের আবেদন শুরু ১ জানুয়ারি থেকে, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 67

আবদুল ওদুদঃ ২০২৩ সালের পবিত্র হজযাত্রার জন্য আবেদন গ্রহণের সময়সূচী ঘোষণা করল কেন্দ্রীয় হজ কমিটি। রবিবার কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান এপি আবদুল্লা কুট্টি তাঁর ফেসবুকপেজে জানিয়েছেন আগামী ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত হজের আবেদন পত্র জমা নেওয়া হবে। যদিও এ বছর হজের আবেদন পুরোপুরি অনলাইনেই নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের হজ গমনে ইচ্ছুক ব্যক্তিরা  অধীর আপেক্ষায় ছিলেন।

 

আরও পড়ুন: যুদ্ধের জন্য প্রস্তুত, পারমাণবিক কর্মসূচি চালিয়া যাবে ইরান: পেজেশকিয়ান

শেষ পর্যন্ত রবিবার ঘোষণা হওয়ায় প্রত্যেকেই খুশি। কেন্দ্রীয় হজ  কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে করোনা পরিস্থিতিতে বয়সের  যে ঊর্ধ্বসীমা ছিল সে বিষয়টি আপাতত থাকছে না।

আরও পড়ুন: বুলডোজার চলছেই ইউপিতে, ভাঙা হল মাদানি মসজিদ

 

আরও পড়ুন:    শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা  

৬৫ বছরের উর্দ্ধে  ব্যক্তিরা ও এবছর হজ করার সুযোগ পাবেন। তবে কোন রাজ্যে কত কোটা সেটা এখনও চূড়ান্ত হয়নি। পরবর্তীতে  বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

 

উল্লেখ্য, গত তিন বছর করোনা পরিস্থিতিতে সীমিত আকারে হজ  পালন হয়েছে। ২০২৩ সালে আগের মতোই পুরোদমে হজ অনুষ্ঠিত হবে। তার জন্য দেশের প্রত্যেকটি রাজ্যের ইচ্ছুক হজযাত্রীরা আবেদন করতে পারবেন। তবে ভারতের কত কোটা বরাদ্দ হবে সেটা নির্ভর করবে সৌদি হজ মন্ত্রকের সিদ্ধান্তের উপর।

 

হজের আবেদন জমা দেওয়ার ঘোষণা দিলেও খরচের ব্যাপারে অবশ্য  কোনও কিছু এখন পর্যন্ত জানা যায়নি। তবে কিছুদিন আগে উত্তর  প্রদেশের হজ কমিটির চেয়ারম্যান ফেসবুক পেজে হজের খরচ কমার  ব্যাপারে একটি পোষ্ট দিয়েছিলেন। যদিও কেন্দ্রীয় এবং রাজ্য হজ  কমিটরি পক্ষ থেকে জানানো হয়েছিল যে ২০২৩ সালে হজের খরচ  কত হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

সৌদি হজ মন্ত্রক  এবং ভারতীয় হজ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর আগামী বছরের হজের  খরচ নিয়ে সিদ্ধান্ত হবে। তবে পশ্চিমবঙ্গ হজ কমিটির পক্ষ থেকে বলা  হয়েছে গত বছর হজ সম্পন্ন করতে যে টাকা খরচ হয়েছিল তার থেকে সামান্য কিছু কমার সম্ভাবনা রয়েছে।

 

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির কার্যনির্বাহি আধিকারিক মুহাম্মদ নকি  বলেন, কেন্দ্রীয় হজ কমিটি হজের আবেদন দেওয়ার কথা ঘোষণা  করায় রাজ্য হজ কমিটি এ বিষয়ে তৎপর। প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে। যাঁরা আগামি বছর হজ করতে ইচ্ছুক তাঁরা যেন দ্রুত আবেদনপত্র জমা করেন। এ ব্যাপারে জেলার ইমামদেরও সক্রিয়  সহযোগিতা আশা করেন তিনি। প্রতিটি ডোমা অফিসেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলে মুহাম্মদ নকি জানান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৩-এ হজের আবেদন শুরু ১ জানুয়ারি থেকে, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার

আবদুল ওদুদঃ ২০২৩ সালের পবিত্র হজযাত্রার জন্য আবেদন গ্রহণের সময়সূচী ঘোষণা করল কেন্দ্রীয় হজ কমিটি। রবিবার কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান এপি আবদুল্লা কুট্টি তাঁর ফেসবুকপেজে জানিয়েছেন আগামী ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত হজের আবেদন পত্র জমা নেওয়া হবে। যদিও এ বছর হজের আবেদন পুরোপুরি অনলাইনেই নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের হজ গমনে ইচ্ছুক ব্যক্তিরা  অধীর আপেক্ষায় ছিলেন।

 

আরও পড়ুন: যুদ্ধের জন্য প্রস্তুত, পারমাণবিক কর্মসূচি চালিয়া যাবে ইরান: পেজেশকিয়ান

শেষ পর্যন্ত রবিবার ঘোষণা হওয়ায় প্রত্যেকেই খুশি। কেন্দ্রীয় হজ  কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে করোনা পরিস্থিতিতে বয়সের  যে ঊর্ধ্বসীমা ছিল সে বিষয়টি আপাতত থাকছে না।

আরও পড়ুন: বুলডোজার চলছেই ইউপিতে, ভাঙা হল মাদানি মসজিদ

 

আরও পড়ুন:    শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা  

৬৫ বছরের উর্দ্ধে  ব্যক্তিরা ও এবছর হজ করার সুযোগ পাবেন। তবে কোন রাজ্যে কত কোটা সেটা এখনও চূড়ান্ত হয়নি। পরবর্তীতে  বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

 

উল্লেখ্য, গত তিন বছর করোনা পরিস্থিতিতে সীমিত আকারে হজ  পালন হয়েছে। ২০২৩ সালে আগের মতোই পুরোদমে হজ অনুষ্ঠিত হবে। তার জন্য দেশের প্রত্যেকটি রাজ্যের ইচ্ছুক হজযাত্রীরা আবেদন করতে পারবেন। তবে ভারতের কত কোটা বরাদ্দ হবে সেটা নির্ভর করবে সৌদি হজ মন্ত্রকের সিদ্ধান্তের উপর।

 

হজের আবেদন জমা দেওয়ার ঘোষণা দিলেও খরচের ব্যাপারে অবশ্য  কোনও কিছু এখন পর্যন্ত জানা যায়নি। তবে কিছুদিন আগে উত্তর  প্রদেশের হজ কমিটির চেয়ারম্যান ফেসবুক পেজে হজের খরচ কমার  ব্যাপারে একটি পোষ্ট দিয়েছিলেন। যদিও কেন্দ্রীয় এবং রাজ্য হজ  কমিটরি পক্ষ থেকে জানানো হয়েছিল যে ২০২৩ সালে হজের খরচ  কত হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

সৌদি হজ মন্ত্রক  এবং ভারতীয় হজ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর আগামী বছরের হজের  খরচ নিয়ে সিদ্ধান্ত হবে। তবে পশ্চিমবঙ্গ হজ কমিটির পক্ষ থেকে বলা  হয়েছে গত বছর হজ সম্পন্ন করতে যে টাকা খরচ হয়েছিল তার থেকে সামান্য কিছু কমার সম্ভাবনা রয়েছে।

 

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির কার্যনির্বাহি আধিকারিক মুহাম্মদ নকি  বলেন, কেন্দ্রীয় হজ কমিটি হজের আবেদন দেওয়ার কথা ঘোষণা  করায় রাজ্য হজ কমিটি এ বিষয়ে তৎপর। প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে। যাঁরা আগামি বছর হজ করতে ইচ্ছুক তাঁরা যেন দ্রুত আবেদনপত্র জমা করেন। এ ব্যাপারে জেলার ইমামদেরও সক্রিয়  সহযোগিতা আশা করেন তিনি। প্রতিটি ডোমা অফিসেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলে মুহাম্মদ নকি জানান।