০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২০২৪-এর হজের খরচ কমল ১৭.৫ হাজার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, সোমবার
  • / 122

আবদুল ওদুদ: ২০২৪ সালে হজযাত্রার খরচ কমল। কেন্দ্রীয় হজ কমিটির সিইও লিয়াকত আলি আফাকুই সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হজযাত্রার খরচের কথা জানানো হয়েছে। হজযাত্রার শেষ কিস্তির টাকা আগামী ২৭ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় হজ কমিটির নির্ধারিত ব্যাঙ্কে প্রদান করতে হবে। পশ্চিমবঙ্গের হজযাত্রীদের জন্য শেষ কিস্তির টাকা ১লাখ ২২ হাজার ৮০ টাকা জমা করতে হবে। এই টাকা কুরবানিসহ।

যাঁরা কেন্দ্রীয় হজ কমিটরি মাধ্যমে কুরবানি করবেন না তাঁদের জমা করতে হবে ১ লাখ ৬ হাজার ৯০০ টাকা। এবছর কুরবানির খরচের টাকাও ১০০০ টাকাও সামান্য কিছু বেশি কমেছে।

এ বছর কুরবানির টাকা দিতে হবে ১৫ হাজার ১৮০ টাকা জন প্রতি। গত বছর অর্থাৎ ২০২৩ সালে কুরবানির টাকা পরিমান ছিল ১৬ হাজার ৩৪৪ টাকা। এবছর হজের কুরবানি ছাড়া সর্বমোট খরচ ৩ লাখ ৫৮ হাজার ৭০০ টাকা। গত বছর অর্থাৎ ২০২৩-এ কুরবানি ছাড়া মোট টাকার পরিমান ছিল ৩ লাখ ৭৬ হাজার ৩৩৯ টাকা।

অর্থাৎ ২০২৩-এর চেয়ে ২০২৪-এ ১৭হাজার ৬৩৯ টাকা কম খরচ হবে। এর সঙ্গে কুরবানির খরচ আলাদা যোগ হবে। হজে যাত্রার আগে অর্থাৎ ২৭ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গে সমস্ত হজযাত্রীকে কুরবানি সহ ১ লাখ ২২ হাজার ৮০ টাকা জমা করতে হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৪-এর হজের খরচ কমল ১৭.৫ হাজার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, সোমবার

আবদুল ওদুদ: ২০২৪ সালে হজযাত্রার খরচ কমল। কেন্দ্রীয় হজ কমিটির সিইও লিয়াকত আলি আফাকুই সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হজযাত্রার খরচের কথা জানানো হয়েছে। হজযাত্রার শেষ কিস্তির টাকা আগামী ২৭ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় হজ কমিটির নির্ধারিত ব্যাঙ্কে প্রদান করতে হবে। পশ্চিমবঙ্গের হজযাত্রীদের জন্য শেষ কিস্তির টাকা ১লাখ ২২ হাজার ৮০ টাকা জমা করতে হবে। এই টাকা কুরবানিসহ।

যাঁরা কেন্দ্রীয় হজ কমিটরি মাধ্যমে কুরবানি করবেন না তাঁদের জমা করতে হবে ১ লাখ ৬ হাজার ৯০০ টাকা। এবছর কুরবানির খরচের টাকাও ১০০০ টাকাও সামান্য কিছু বেশি কমেছে।

এ বছর কুরবানির টাকা দিতে হবে ১৫ হাজার ১৮০ টাকা জন প্রতি। গত বছর অর্থাৎ ২০২৩ সালে কুরবানির টাকা পরিমান ছিল ১৬ হাজার ৩৪৪ টাকা। এবছর হজের কুরবানি ছাড়া সর্বমোট খরচ ৩ লাখ ৫৮ হাজার ৭০০ টাকা। গত বছর অর্থাৎ ২০২৩-এ কুরবানি ছাড়া মোট টাকার পরিমান ছিল ৩ লাখ ৭৬ হাজার ৩৩৯ টাকা।

অর্থাৎ ২০২৩-এর চেয়ে ২০২৪-এ ১৭হাজার ৬৩৯ টাকা কম খরচ হবে। এর সঙ্গে কুরবানির খরচ আলাদা যোগ হবে। হজে যাত্রার আগে অর্থাৎ ২৭ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গে সমস্ত হজযাত্রীকে কুরবানি সহ ১ লাখ ২২ হাজার ৮০ টাকা জমা করতে হবে।