২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় ফিরলেন রাজ্যের হাজিরা, বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ফিরহাদের

সুস্মিতা
  • আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
  • / 227

আবদুল ওদুদ: পবিত্র হজ সম্পন্ন করে সকাল ৯ঃ৩০ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন বাংলার হাজিরা। হাজিদের শুভেচ্ছা জানাতে বিমানবন্দের উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা উন্নয়ন দপ্তরের সচিব পিবি সালিম কমিশনার শাকিল আহমেদ,কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য কুতুবুদ্দিন তরফদার, হুগলির জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ, কামরুল হুদা প্রমুখ।

কলকাতায় ফিরলেন রাজ্যের হাজিরা, বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ফিরহাদের

আরও পড়ুন: তীব্র মরু উত্তাপ উপেক্ষা করে মিনামুখী ১৫ লক্ষ হজযাত্রী

হজ কমিটির পক্ষ থেকে জানানো হয় এ বছর সাড়ে আট হাজারের বেশি হজযাত্রী হজ সম্পন্ন করতে গিয়েছিলেন। প্রথম বিমানে ৩২১ জন ফিরে এসেছেন প্রতিদিন দুটো করে বিমান হাজিদের নিয়ে কলকাতায় ফিরবেন।

আরও পড়ুন: হজ ২০২৫: কোন দেশ থেকে কতজন হজযাত্রী যাচ্ছেন সউদি আরবে

কলকাতায় ফিরলেন রাজ্যের হাজিরা, বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ফিরহাদের

আরও পড়ুন: হজ ২০২৫: মাতাফে প্রতি ঘণ্টায় ১,০৭,০০০ হাজির তওয়াফের ব্যবস্থা, জানাল সউদি প্রশাসন

প্রথম বিমানের হাজিদের ৪৪ দিন মক্কা এবং মদিনায় অবস্থান করতে হয়েছে। হজ সমাপন করে তাঁরা নিজ নিজ ঘরে ফিরতে শুরু করলেন। ১৫ দিনেরও বেশি সময় ধরে হজ যাত্রীদের পরিবহনের কাজে নিযুক্ত থাকবে স্পাইসজেটের বিমান।

এবছর সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হওয়ায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান । বিমানবন্দরে হাজিদের কাছ দোয়া নেন রাজার মন্ত্রী । মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তিনি বিমানবন্দের উপস্থিত হয়েছেন। সে কথা হাজীদেরকে জানান। মুখ্যমন্ত্রী হাজিদের শুভেচ্ছা জানিয়েছেন সেটাও হাজীদের অবগত করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় ফিরলেন রাজ্যের হাজিরা, বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ফিরহাদের

আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার

আবদুল ওদুদ: পবিত্র হজ সম্পন্ন করে সকাল ৯ঃ৩০ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন বাংলার হাজিরা। হাজিদের শুভেচ্ছা জানাতে বিমানবন্দের উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা উন্নয়ন দপ্তরের সচিব পিবি সালিম কমিশনার শাকিল আহমেদ,কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য কুতুবুদ্দিন তরফদার, হুগলির জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ, কামরুল হুদা প্রমুখ।

কলকাতায় ফিরলেন রাজ্যের হাজিরা, বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ফিরহাদের

আরও পড়ুন: তীব্র মরু উত্তাপ উপেক্ষা করে মিনামুখী ১৫ লক্ষ হজযাত্রী

হজ কমিটির পক্ষ থেকে জানানো হয় এ বছর সাড়ে আট হাজারের বেশি হজযাত্রী হজ সম্পন্ন করতে গিয়েছিলেন। প্রথম বিমানে ৩২১ জন ফিরে এসেছেন প্রতিদিন দুটো করে বিমান হাজিদের নিয়ে কলকাতায় ফিরবেন।

আরও পড়ুন: হজ ২০২৫: কোন দেশ থেকে কতজন হজযাত্রী যাচ্ছেন সউদি আরবে

কলকাতায় ফিরলেন রাজ্যের হাজিরা, বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ফিরহাদের

আরও পড়ুন: হজ ২০২৫: মাতাফে প্রতি ঘণ্টায় ১,০৭,০০০ হাজির তওয়াফের ব্যবস্থা, জানাল সউদি প্রশাসন

প্রথম বিমানের হাজিদের ৪৪ দিন মক্কা এবং মদিনায় অবস্থান করতে হয়েছে। হজ সমাপন করে তাঁরা নিজ নিজ ঘরে ফিরতে শুরু করলেন। ১৫ দিনেরও বেশি সময় ধরে হজ যাত্রীদের পরিবহনের কাজে নিযুক্ত থাকবে স্পাইসজেটের বিমান।

এবছর সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হওয়ায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান । বিমানবন্দরে হাজিদের কাছ দোয়া নেন রাজার মন্ত্রী । মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তিনি বিমানবন্দের উপস্থিত হয়েছেন। সে কথা হাজীদেরকে জানান। মুখ্যমন্ত্রী হাজিদের শুভেচ্ছা জানিয়েছেন সেটাও হাজীদের অবগত করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।