ট্রেনে হালাল মাংস পরিবেশন করা হয় না, জানাল রেলওয়ে বোর্ড
- আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 34
পুবের কলম, ওয়েবডেস্ক: তথ্য জানার অধিকার আইনের আওতায় করা এক প্রশ্নের জবাবে ভারতীয় রেল স্পষ্ট জানাল, ট্রেনে হালাল-সার্টিফায়েড মাংস পরিবেশনের কোনও সরকারি বিধান নেই। জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ করা হয়েছিল, রেলযাত্রীদের আমিষ খাবারের ক্ষেত্রে শুধুমাত্র হালাল-প্রক্রিয়াজাত মাংস দেওয়া হয়, যা বৈষম্যমূলক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই অভিযোগের ভিত্তিতে কমিশন রেলওয়ে বোর্ডকে নোটিশ পাঠায়।
বুধবার সেই নোটিশের জবাবে রেলওয়ে বোর্ড জানায়, ভারতীয় রেলওয়ে এবং আইআরসিটিসি যাত্রীদের যে খাবার পরিবেশন করে তা সম্পূর্ণভাবে FSSAI–এর নির্দেশিকা অনুযায়ী। সেখানে হালাল-সার্টিফায়েড মাংস দেওয়ার কোনও নিয়ম নেই।
রেলওয়ে বোর্ড আরও জানায়, তথ্য কমিশনের প্রধানের কাছেও একই প্রশ্ন করা হয়েছিল। সিআইসির সামনে রেল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে,ট্রেনে হালাল-সার্টিফায়েড খাবার পরিবেশন করা হয় না। আইআরসিটিসি খাবারের গুণমান, নিরাপত্তা ও যাত্রীদের স্বাস্থ্যের ওপর সর্বাধিক গুরুত্ব দেয়, কিন্তু হালাল সংক্রান্ত কোনও বিশেষ নির্দেশিকা তাদের কাছে নেই।





























