০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুই মাসে অর্ধেক ইউরোপ ওমিক্রনে আক্রান্ত হবে: WHO

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা  ‌‌‌‌‌‘হু’ সতর্ক করে জানিয়েছে, করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তারে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত ভেঙে পড়তে পারে। সংস্থাটি আশঙ্কা করছে, আগামী দুই মাসের অঞ্চলটির মোট জনসংখ্যার অর্ধেকরও বেশি ওমিক্রনে আক্রান্ত হতে পারে। ‍‌‌‌‌‌‌‘হু’র ইউরোপীয় শাখার প্রধান হান্স ক্লুগ জানান, ২০২২ সালের প্রথম সপ্তাহে ৭০ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ। ক্লুগ জানান, ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৫০টিতেই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।

পশ্চিম ইউরোপে এই ভ্যারিয়েন্ট প্রবল হয়ে উঠছে। সংক্রমণ দ্রুত ও বিস্তার নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, এই হার অব্যাহত থাকলে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেকের বেশি জনসংখ্যা করোনায় আক্রান্ত হতে পারে। তার মতে, যেসব অঞ্চলে টিকাদানের হার কম সেখানে এই সংক্রমণের প্রভাব ভয়াবহ হতে পারে। এদিকে, করোনাভাইরাসের লাগাতার সংক্রমণে সারা বিশ্বের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হচ্ছে। চার দিন আগে বিশ্বব্যাপী সর্বোচ্চ ২৭ লক্ষ মানুষের করোনা শনাক্তের রেকর্ড হলেও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত একদিনে প্রায় ২৮ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্বে নতুন সংক্রমিতদের নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৪০ লক্ষ ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী,  বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩ হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লক্ষ ২০ হাজার ৭৫১ জনে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই মাসে অর্ধেক ইউরোপ ওমিক্রনে আক্রান্ত হবে: WHO

আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা  ‌‌‌‌‌‘হু’ সতর্ক করে জানিয়েছে, করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তারে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত ভেঙে পড়তে পারে। সংস্থাটি আশঙ্কা করছে, আগামী দুই মাসের অঞ্চলটির মোট জনসংখ্যার অর্ধেকরও বেশি ওমিক্রনে আক্রান্ত হতে পারে। ‍‌‌‌‌‌‌‘হু’র ইউরোপীয় শাখার প্রধান হান্স ক্লুগ জানান, ২০২২ সালের প্রথম সপ্তাহে ৭০ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ। ক্লুগ জানান, ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৫০টিতেই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।

পশ্চিম ইউরোপে এই ভ্যারিয়েন্ট প্রবল হয়ে উঠছে। সংক্রমণ দ্রুত ও বিস্তার নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, এই হার অব্যাহত থাকলে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেকের বেশি জনসংখ্যা করোনায় আক্রান্ত হতে পারে। তার মতে, যেসব অঞ্চলে টিকাদানের হার কম সেখানে এই সংক্রমণের প্রভাব ভয়াবহ হতে পারে। এদিকে, করোনাভাইরাসের লাগাতার সংক্রমণে সারা বিশ্বের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হচ্ছে। চার দিন আগে বিশ্বব্যাপী সর্বোচ্চ ২৭ লক্ষ মানুষের করোনা শনাক্তের রেকর্ড হলেও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত একদিনে প্রায় ২৮ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্বে নতুন সংক্রমিতদের নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৪০ লক্ষ ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী,  বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩ হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লক্ষ ২০ হাজার ৭৫১ জনে।