১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ইসরাইলের কাছে ৪ মৃতদেহ হস্তান্তর করেছে হামাস
ইমামা খাতুন
- আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- / 99
পুবের কলম, ওয়েবডেস্ক: শত শত ফিলিস্তিনি বন্দির বিনিময়ে গাজা থেকে চার ইসরাইলি বন্দীর মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। ৭ অক্টোবর ২০২৩ সালের হামলায় তাদের ধরে নিয়ে গিয়েছিল হামাস। তারা হলেন— মনসুর (৮৬), ওহাদ ইয়াহালোমি (৫০), সাচি ইদান (৫০) এবং ইতজিক এলগারাত (৬৯)। হস্তান্তর করা মৃতদেহগুলো তাদেরই কি না তা নিশ্চিত করার জন্য ডিএনএ নমুনা পরীক্ষা করে দেখছে ইহুদি সেনা।
বৃহস্পতিবার ভোরে ইসরাইলের ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে শুরু করে। বহু মুক্তিপ্রাপ্ত বন্দিকে পশ্চিম তীর এবং গাজায় ফিরিয়ে আনা হয়, সেখানে জনতা তাদের স্বাগত জানায়। এটি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের চূড়ান্ত বিনিময় এবং আগামী শনিবার শেষ হওয়ার কথা। বিনিময়ের অংশ হিসেবে ফেরত আসা চারটি মৃতদেহের ডিএনএ পরীক্ষার ফলাফল এখনো নিশ্চিত করেনি ইসরাইলিরা।
প্রাথমিক পরীক্ষাগুলো ইসরাইল -গাজা সীমান্তের কাছাকাছি হওয়ার কথা ছিল এবং পরে ইসরাইলি মিডিয়া জানিয়েছে, সেগুলো তেল আবিবের একটি ফরেনসিক ল্যাবরেটরিতে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার গভীর রাতে পশ্চিম তীরের ওফের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী একটি বাস দেখা গেছে। পরে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী একটি বাস রামাল্লাহ সাংস্কৃতিক প্রাসাদের একটি চেকপয়েন্টে পৌঁছায়, যেখানে তাদের মুক্তি উদযাপনের জন্য বিশাল জনতা জড়ো হয়েছে। গাজার খান ইউনিসের একটি হাসপাতালের বাইরে কয়েক ডজন ফিলিস্তিনি বন্দিকে বাস থেকে নামতে দেখা গেছে।
Tag :





























