১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
পুণের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি শিশু সহ দম্পতির ঝুলন্ত দেহ

ইমামা খাতুন
- আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক: পুণের ফ্ল্যাট থেকে উদ্ধার শিশু-পুত্র সহ বাঙালি দম্পতির দেহ। ফ্ল্যাটের ভিতর থেকে পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বুধবার পুণের ঔন্ধ এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে তাঁরা আত্মহত্যা করেছেন নাকি তাদের মৃত্যুর নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনও ঘটনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মৃতদের নাম সুদীপ্ত গঙ্গোপাধ্যায় (৪৪), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাঁদের ৮ বছর বয়সি পুত্র তনিষ্ক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক শুরুতে একটি সফটওয়্যার সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। পরে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। তিনি কোনও কারণে পরিবার-সহ আত্মঘাতী হয়েছেন, নাকি খুনের ঘটনা, তা এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
বেঙ্গালুরুতে থাকেন সুদীপ্তর ভাই। তিনি বুধবার বারবার ফোনে করেও দাদার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। স্বভাবতই চিন্তিত হন। এর পর তাঁর পুণে নিবাসী এক বন্ধুকে দাদার ফ্ল্যাটে যেতে বলেন। ওই বন্ধু ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ দেখে পুলিশে খবর দেন। দরজা ভেঙে ভিতরে ঢুকলে পুলিশকর্মীরা দেখেন সুদীপ্ত, তাঁর স্ত্রী এবং শিশুপুত্রের ঝুলন্ত দেহ। এর মধ্যে প্রিয়াঙ্কা এবং শিশুটির মুখ প্লাস্টিকে মোড়া।
পুলিশের অনুমান, সুদীপ্ত তাঁর স্ত্রী এবং পুত্রকে খুন করে নিজেও আত্মহত্যা করেছেন। যদিও এর কোনও প্রমাণ পাওয়া যায়নি। খতিয়ে দেখার জন্য তদন্তে নেমেছে পুলিশ।
Tag :