০৫ জানুয়ারী ২০২৬, সোমবার, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকার হাতে বন্দি হওয়ার পরে প্রথম কথা, কী জানালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট?

রুদ্ধশ্বাস অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। গভীর রাতে প্রাসাদ থেকে তুলে এনে মাদুরোকে নিউ ইয়র্কে নেওয়া হয় এবং ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির (DEA) দফতরে হাজির করা হয়। সেই সময়ের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কড়া নিরাপত্তার মধ্যে শান্ত ভঙ্গিতে হাঁটছেন মাদুরো। উপস্থিতদের দিকে তাকিয়ে তাঁর প্রথম কথাই ছিল, “গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার।”

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে ‘অভূতপূর্ব সাফল্য’ বলে দাবি করেছেন। তাঁর প্রশাসন মাদুরোর বিরুদ্ধে ড্রাগ ট্র্যাফিকিং ও ‘নার্কো-টেররিজ়ম’-সহ একাধিক গুরুতর অভিযোগ এনেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, কোকেন পাচার, অস্ত্র রাখার ষড়যন্ত্রসহ নানা অভিযোগে মাদুরো ও তাঁর স্ত্রীকে বিচার মুখোমুখি হতে হবে। বিচার নিউ ইয়র্ক বা ফ্লোরিডায় হতে পারে, আপাতত নিউ ইয়র্কের জেলেই রাখা হচ্ছে

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলা সংকট ঘিরে দুনিয়াজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্ব যুদ্ধের আশঙ্কা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকার হাতে বন্দি হওয়ার পরে প্রথম কথা, কী জানালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট?

আপডেট : ৪ জানুয়ারী ২০২৬, রবিবার

রুদ্ধশ্বাস অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। গভীর রাতে প্রাসাদ থেকে তুলে এনে মাদুরোকে নিউ ইয়র্কে নেওয়া হয় এবং ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির (DEA) দফতরে হাজির করা হয়। সেই সময়ের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কড়া নিরাপত্তার মধ্যে শান্ত ভঙ্গিতে হাঁটছেন মাদুরো। উপস্থিতদের দিকে তাকিয়ে তাঁর প্রথম কথাই ছিল, “গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার।”

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে ‘অভূতপূর্ব সাফল্য’ বলে দাবি করেছেন। তাঁর প্রশাসন মাদুরোর বিরুদ্ধে ড্রাগ ট্র্যাফিকিং ও ‘নার্কো-টেররিজ়ম’-সহ একাধিক গুরুতর অভিযোগ এনেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, কোকেন পাচার, অস্ত্র রাখার ষড়যন্ত্রসহ নানা অভিযোগে মাদুরো ও তাঁর স্ত্রীকে বিচার মুখোমুখি হতে হবে। বিচার নিউ ইয়র্ক বা ফ্লোরিডায় হতে পারে, আপাতত নিউ ইয়র্কের জেলেই রাখা হচ্ছে