১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

sskm-এ ডাক্তারি পড়ুয়াকে হেনস্থা, বরখাস্ত দুই কর্মী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ অগাস্ট ২০২১, শনিবার
  • / 35

পুবের কলম প্রতিবেদকঃ এসএসকেএম-এর ডাক্তারি পড়ুয়াদের নিগ্রহের ঘটনায় দুই অস্থায়ী কর্মীকে সাসপেন্ড করল হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে– বৃহস্পতিবার ট্রমা কেয়ার ইউনিটের দুই অস্থায়ী কর্মী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বচসায় জড়ায়। এমনকী ওই ডাক্তারি পড়ুয়াদের মারধর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এই ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনলে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এসএসকেএম-এর অভিযোগকারী ডাক্তারি পড়ুয়া রণজিৎ সাহা, আয়াজ রেজার বক্তব্য, আমরা কর্তব্যরত অবস্থায় ছিলাম। হঠাৎ আমাদের কটূক্তি করতে থাকে দুই কর্মী। এমনকী গায়ে হাতও তোলা হয়। কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানানো হলে তাদের দুই জনকে বরখাস্ত করা হয়েছে। এমনকী ওই দুই কর্মীর তত্ত্বাবধায়ক সংস্থার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। ডাক্তার নিগ্রহের ঘটনায় ওই দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসকদের বক্তব্য– হাসপাতালের চিকিৎসকরা নিরলসভাবে রোগী পরিষেবা দিয়ে আসছেন। তাঁদের হেনস্থা করা ঠিক নয়। চিকিৎসকদের সব সময় রোগী– রোগী পরিবার ও স্বাস্থ্য কর্মীদের সহায়তা জরুরি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

sskm-এ ডাক্তারি পড়ুয়াকে হেনস্থা, বরখাস্ত দুই কর্মী

আপডেট : ২১ অগাস্ট ২০২১, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ এসএসকেএম-এর ডাক্তারি পড়ুয়াদের নিগ্রহের ঘটনায় দুই অস্থায়ী কর্মীকে সাসপেন্ড করল হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে– বৃহস্পতিবার ট্রমা কেয়ার ইউনিটের দুই অস্থায়ী কর্মী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বচসায় জড়ায়। এমনকী ওই ডাক্তারি পড়ুয়াদের মারধর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এই ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনলে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এসএসকেএম-এর অভিযোগকারী ডাক্তারি পড়ুয়া রণজিৎ সাহা, আয়াজ রেজার বক্তব্য, আমরা কর্তব্যরত অবস্থায় ছিলাম। হঠাৎ আমাদের কটূক্তি করতে থাকে দুই কর্মী। এমনকী গায়ে হাতও তোলা হয়। কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানানো হলে তাদের দুই জনকে বরখাস্ত করা হয়েছে। এমনকী ওই দুই কর্মীর তত্ত্বাবধায়ক সংস্থার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। ডাক্তার নিগ্রহের ঘটনায় ওই দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসকদের বক্তব্য– হাসপাতালের চিকিৎসকরা নিরলসভাবে রোগী পরিষেবা দিয়ে আসছেন। তাঁদের হেনস্থা করা ঠিক নয়। চিকিৎসকদের সব সময় রোগী– রোগী পরিবার ও স্বাস্থ্য কর্মীদের সহায়তা জরুরি।