০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হরিদ্বার ঘোষণা : ব্যবস্থা নিক সুপ্রিম কোর্ট,৭৬ জন বিশিষ্ট আইনজীবীর চিঠি প্রধান বিচারপতিকে

মাসুদ আলি
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 88

পুবের কলম ওয়েবডেস্ক: মুসলিমদের বিরুদ্ধে হেট স্পিচ ছড়ানোর মামলায় অবিলম্বে বিচার-বিভাগীয় হস্তক্ষেপের দাবি উঠল। সোমবার সুপ্রিম কোর্টের ৭৬ জন বিশিষ্ট আইনজীবী ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা’কে চিঠি লিখে আবেদন জানিয়েছেন– কতিপয় হিন্দুত্ববাদী সংগঠন সম্প্রতি দু’টি অনুষ্ঠানে প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে যে হিংসার আহ্বান জানিয়েছে– সে ব্যাপারে শীর্ষ আদালত যেন আইনত ব্যবস্থা নেয়।

গত ১৭ ডিসেম্বর দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল হিন্দু যুব বাহিনী এবং অপরটির আয়োজন করেছিল ইয়েতি নরসিংহানন্দ সরস্বতী হরিদ্বারে গত ১৯ ডিসেম্বর। আইনজীবীরা তাদের চিঠিতে প্রধান বিচারপতি এনভি রামানা’কে আবেদন জানিয়ে বলেছেন– এই দু’টি অনুষ্ঠানেই প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং হিংসার আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন: শ্রীনগর সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট যেন এই দু’টি মামলায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করে। আইনজীবীদের বক্তব্য ভারতীয় দণ্ডবিধির ১২০বি– ১২১এ– ১২৪এ– ১৫৩এ– ১৫৩বি– ২৯৫এ এবং ২৯৮ ধারায় উক্ত অনুষ্ঠানগুলির আয়োজক এবং বক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দেশের শীর্ষ আদালত। আইনজীবীদের বক্তব্য– এই ধরনের ঘৃণা ছড়ানোর প্রয়াস এবং হিংসার আহ্বান কোনও নতুন ঘটনা নয়।

আরও পড়ুন: হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের জায়গা দেবেন? ওয়াকফ মামলায় কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

এর আগেও এই ধরনের বিপজ্জনক এবং আপত্তিমূলক কাজ হয়েছে। কিন্তু কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। চিঠিতে নাম উল্লেখ করে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হয়নি। চিঠিতে নাম উল্লেখ করে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তারা হলেন— (১) ইয়েতি নরসিংহানন্দ সরস্বতী– (২) সাগর সিধু মহারাজ– (৩) ধর্মদাস মহারাজ– (৪) প্রেমানন্দ মহারাজ– (৫) সাধ্বী অন্নপূর্ণা– (৬) স্বামী আনন্দ স্বর*প– (৭) অশ্বিনী উপাধ্যায়– (৮) সুরেশ চহ্বানকে– (৯) স্বামী প্রবোধানন্দ গিরি।

আরও পড়ুন: ঘুমের ওষুধ খাইয়ে ২২ বার ধর্ষণ, অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা

আইনজীবীদের চিঠিতে বলা হয়েছে– উপরোক্ত অনুষ্ঠানগুলিতে শুধু ঘৃণা ছড়ানোর বক্তব্য রাখা হযনি। সেই অনুষ্ঠানগুলিতে গোটা একটি সম্প্রদায়ের মানুষকে হত্যা করার আহ্বান জানানো হয়েছে। সেই কারণে উক্ত অনুষ্ঠানগুলিতে উচ্চারিত শধগুলি শুধু ভারতের মূল্যবোধ এবং ঐক্যের পক্ষে বিপজ্জনক নয়– এর ফলে দেশের মুসলিম সম্প্রদায়ের কোটি কোটি নাগরিকের জীবন বিপন্ন হতে পারে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে রাষ্টেÉর বিচার ব্যবস্থার শীর্ষপদের অধিকারী হিসেবে আপনি এই বিষয়ে আইনি হস্তক্ষেপ করুন।

বহুবিধ মতবাদের এই দেশে সাংবিধানিক মূল্যবোধ ও বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বজায় রাখতে আপনার এই বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করা একান্ত প্রয়োজন। প্রধান বিচারপতি এন ভি রামানা’কে লেখা এই চিঠিতে যে ৭৬ জন আইনজীবী হস্তাক্ষর করেছেন– তাঁদের মধ্যে অন্যতম হলেন পটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও আইনজীবী অঞ্জনা প্রকাশ– দুষ্মন্ত দাভে– সলমন খুরশিদ– প্রশান্ত ভূষণ– মুহাম্মদ নিজামুদ্দিন পাশা– অমিত যোশেফ– অমিত তেওয়ারি– অনুজ প্রকাশ– সোমনা খান্না– সূর্যপ্রকাশ– কুমারেশ ত্রিবেদী– রউফ রহিম এবং অন্যান্যরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হরিদ্বার ঘোষণা : ব্যবস্থা নিক সুপ্রিম কোর্ট,৭৬ জন বিশিষ্ট আইনজীবীর চিঠি প্রধান বিচারপতিকে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: মুসলিমদের বিরুদ্ধে হেট স্পিচ ছড়ানোর মামলায় অবিলম্বে বিচার-বিভাগীয় হস্তক্ষেপের দাবি উঠল। সোমবার সুপ্রিম কোর্টের ৭৬ জন বিশিষ্ট আইনজীবী ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা’কে চিঠি লিখে আবেদন জানিয়েছেন– কতিপয় হিন্দুত্ববাদী সংগঠন সম্প্রতি দু’টি অনুষ্ঠানে প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে যে হিংসার আহ্বান জানিয়েছে– সে ব্যাপারে শীর্ষ আদালত যেন আইনত ব্যবস্থা নেয়।

গত ১৭ ডিসেম্বর দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল হিন্দু যুব বাহিনী এবং অপরটির আয়োজন করেছিল ইয়েতি নরসিংহানন্দ সরস্বতী হরিদ্বারে গত ১৯ ডিসেম্বর। আইনজীবীরা তাদের চিঠিতে প্রধান বিচারপতি এনভি রামানা’কে আবেদন জানিয়ে বলেছেন– এই দু’টি অনুষ্ঠানেই প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং হিংসার আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন: শ্রীনগর সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট যেন এই দু’টি মামলায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করে। আইনজীবীদের বক্তব্য ভারতীয় দণ্ডবিধির ১২০বি– ১২১এ– ১২৪এ– ১৫৩এ– ১৫৩বি– ২৯৫এ এবং ২৯৮ ধারায় উক্ত অনুষ্ঠানগুলির আয়োজক এবং বক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দেশের শীর্ষ আদালত। আইনজীবীদের বক্তব্য– এই ধরনের ঘৃণা ছড়ানোর প্রয়াস এবং হিংসার আহ্বান কোনও নতুন ঘটনা নয়।

আরও পড়ুন: হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের জায়গা দেবেন? ওয়াকফ মামলায় কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

এর আগেও এই ধরনের বিপজ্জনক এবং আপত্তিমূলক কাজ হয়েছে। কিন্তু কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। চিঠিতে নাম উল্লেখ করে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হয়নি। চিঠিতে নাম উল্লেখ করে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তারা হলেন— (১) ইয়েতি নরসিংহানন্দ সরস্বতী– (২) সাগর সিধু মহারাজ– (৩) ধর্মদাস মহারাজ– (৪) প্রেমানন্দ মহারাজ– (৫) সাধ্বী অন্নপূর্ণা– (৬) স্বামী আনন্দ স্বর*প– (৭) অশ্বিনী উপাধ্যায়– (৮) সুরেশ চহ্বানকে– (৯) স্বামী প্রবোধানন্দ গিরি।

আরও পড়ুন: ঘুমের ওষুধ খাইয়ে ২২ বার ধর্ষণ, অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা

আইনজীবীদের চিঠিতে বলা হয়েছে– উপরোক্ত অনুষ্ঠানগুলিতে শুধু ঘৃণা ছড়ানোর বক্তব্য রাখা হযনি। সেই অনুষ্ঠানগুলিতে গোটা একটি সম্প্রদায়ের মানুষকে হত্যা করার আহ্বান জানানো হয়েছে। সেই কারণে উক্ত অনুষ্ঠানগুলিতে উচ্চারিত শধগুলি শুধু ভারতের মূল্যবোধ এবং ঐক্যের পক্ষে বিপজ্জনক নয়– এর ফলে দেশের মুসলিম সম্প্রদায়ের কোটি কোটি নাগরিকের জীবন বিপন্ন হতে পারে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে রাষ্টেÉর বিচার ব্যবস্থার শীর্ষপদের অধিকারী হিসেবে আপনি এই বিষয়ে আইনি হস্তক্ষেপ করুন।

বহুবিধ মতবাদের এই দেশে সাংবিধানিক মূল্যবোধ ও বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বজায় রাখতে আপনার এই বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করা একান্ত প্রয়োজন। প্রধান বিচারপতি এন ভি রামানা’কে লেখা এই চিঠিতে যে ৭৬ জন আইনজীবী হস্তাক্ষর করেছেন– তাঁদের মধ্যে অন্যতম হলেন পটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও আইনজীবী অঞ্জনা প্রকাশ– দুষ্মন্ত দাভে– সলমন খুরশিদ– প্রশান্ত ভূষণ– মুহাম্মদ নিজামুদ্দিন পাশা– অমিত যোশেফ– অমিত তেওয়ারি– অনুজ প্রকাশ– সোমনা খান্না– সূর্যপ্রকাশ– কুমারেশ ত্রিবেদী– রউফ রহিম এবং অন্যান্যরা।