স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন দেওয়া হল হজযাত্রীদের

- আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার
- / 9
নাজির হোসেন লস্কর, ডায়মন্ড হারবার: হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল বুধবার৷ পবিত্র হজ সম্পন্ন করতে যাওয়ার আগে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। রাজ্যের অধিকাংশ জেলায় বুধবার থেকে ২০২৪–এর হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করল স্বাস্থ্য দফতর৷ এদিন ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় ১২৮ জনের স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডা. জয়ন্তকুমার শকুল বলেন, মূলত তিন ধরনের ভ্যাকসিনেশন দেওয়া হয় হজযাত্রীদের৷ মেনিংগোকক্কা, ইনফ্লুয়েঞ্জা ও পোলিও ভ্যাকসিন, এই তিন ধরনের ভ্যাকসিনেশন দেওয়া হয়। হজযাত্রীদের ভ্যাকসিনের পাশাপাশি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ–২ ডা. সোনালী দাস, ডা. আকবর হোসেন প্রমুখ৷ জেলা সংখ্যালঘু দফতরের এক কর্তা বলেন, এবছর দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে মোট ৬২০ জন হজে যাওয়ার জন্য আবেদন করেছেন৷ ডায়মন্ড হারবার স্বাস্থ্যজেলা অন্তর্ভুক্ত ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহাকুমা এলাকার ১৬৭ হজযাত্রীর মধ্যে এদিন ১২৮ জনকে ভ্যাকসিক ও মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হয়েছে৷ যাঁরা উপস্থিত হতে পারেনি তাঁদের আগামী ২৯ তারিখ মকআপ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে৷
তিনি আরও বলেন, আজ, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার তত্ত্বাবধানে ক্যানিং মহকুমা হাসপাতাল, বারুইপুর জেলা প্রশিক্ষণ কেন্দ্র, ভাঙড়ের নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও মহেশতলার মাতৃসদন পুরসভা হাসপাতালে এলাকা ভিত্তিক জেলার বাকি হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের কাজ হবে৷ রাজ্য হজ কমিটির তত্ত্বাবধানে হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ও সুস্থভাবে তীর্থযাত্রা করতে পারেন তার জন্য স্বাস্থ্য দফতর প্রতিবছরই হজযাত্রীদের সাহায্য করে থাকে৷