০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শাহী মসজিদ ঈদগাহ ও শ্রীকৃষ্ণ জন্মস্থান মামলার শুনানি ৫ জুলাই 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার
  • / 29

পুবের কলম, ওয়েবডেস্ক: মথুরার শাহী মসজিদ ঈদগাহ ও শ্রীকৃষ্ণ জন্মস্থান মামলার শুনানি অনুষ্ঠিত হল না। শুক্রবার মথুরা জেলা আদালতে ছুটির কারণে শুনানি হতে পারেনি। এদিন আদালতে দশটি মামলার মধ্যে আটটির শুনানি হওয়ার কথা ছিল। এবার ৫ জুলাই দু’টি এবং ১৫ জুলাই ছয়টি মামলার শুনানি হবে।

শুক্রবার সিভিল জজ সিনিয়র ডিভিশনের আদালতে আটটি মামলার শুনানি হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: টেট মামলায় মতপার্থক্য ডিভিশন বেঞ্চের,  শুনানি বিচারপতি ভট্টাচার্যের এজলাসে

এ সব আবেদনে শ্রী কৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্স থেকে শাহী মসজিদ ঈদগাহ সরিয়ে পুরো জমি শ্রী কৃষ্ণ জন্মভূমি ট্রাস্টের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি শ্রী কৃষ্ণ জন্মস্থান সংক্রান্ত মামলাগুলো একসঙ্গে শুনানির পর দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে, শুনানি ১২ জুন!

আদালত মণীশ যাদব এবং মহেন্দ্র প্রতাপ সিংয়ের মামলায় শুনানির জন্য ৫ জুলাই দিন ধার্য করেছে।

আরও পড়ুন: উমর খালিদের জামিনের আবেদনের শুনানি

এ ছাড়া শৈলেন্দ্র সিং, দীনেশ শর্মা, অনিল ত্রিপাঠি, পঙ্কজ, পবন শাস্ত্রী এবং রঞ্জনা অগ্নিহোত্রীর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ১৫ জুলাই।

দায়ের করা আবেদনে কয়েকজন আবেদনকারী শাহী মসজিদ ঈদগাহের প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালনার পাশাপাশি খনন ও কমিশনার নিয়োগের দাবি জানিয়েছেন।

এ সব আবেদনের শুনানি হওয়ার কথা ছিল ১ জুলাই। জুন মাসে দেওয়ানি আদালত বন্ধ থাকায় এক মাস শুনানি করা যায়নি। এ পর্যন্ত আদালতে দশটি মামলা হয়েছে। শ্রী কৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্স থেকে শাহী মসজিদ ঈদগাহ অপসারণের দাবিতে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম মামলা দায়ের করা হয়েছিল। এরপর থেকে এ পর্যন্ত ১০টি মামলা করেছে বিভিন্ন ব্যক্তি। সমস্ত শুনানি সিভিল জজ সিনিয়র ডিভিশনের আদালতে অনুষ্ঠিত হবে। এ কারণে শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী লক্ষনৌয়ের বাসিন্দা রঞ্জনা অগ্নিহোত্রী, মণীশ যাদব, মহেন্দ্র প্রতাপ সিং, দীনেশ চন্দ্র শর্মা, শৈলেন্দ্র সিং, পঙ্কজ, পবন কুমার শাস্ত্রী, অনিল কুমার ত্রিপাঠীর আবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিল।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শাহী মসজিদ ঈদগাহ ও শ্রীকৃষ্ণ জন্মস্থান মামলার শুনানি ৫ জুলাই 

আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মথুরার শাহী মসজিদ ঈদগাহ ও শ্রীকৃষ্ণ জন্মস্থান মামলার শুনানি অনুষ্ঠিত হল না। শুক্রবার মথুরা জেলা আদালতে ছুটির কারণে শুনানি হতে পারেনি। এদিন আদালতে দশটি মামলার মধ্যে আটটির শুনানি হওয়ার কথা ছিল। এবার ৫ জুলাই দু’টি এবং ১৫ জুলাই ছয়টি মামলার শুনানি হবে।

শুক্রবার সিভিল জজ সিনিয়র ডিভিশনের আদালতে আটটি মামলার শুনানি হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: টেট মামলায় মতপার্থক্য ডিভিশন বেঞ্চের,  শুনানি বিচারপতি ভট্টাচার্যের এজলাসে

এ সব আবেদনে শ্রী কৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্স থেকে শাহী মসজিদ ঈদগাহ সরিয়ে পুরো জমি শ্রী কৃষ্ণ জন্মভূমি ট্রাস্টের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি শ্রী কৃষ্ণ জন্মস্থান সংক্রান্ত মামলাগুলো একসঙ্গে শুনানির পর দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে, শুনানি ১২ জুন!

আদালত মণীশ যাদব এবং মহেন্দ্র প্রতাপ সিংয়ের মামলায় শুনানির জন্য ৫ জুলাই দিন ধার্য করেছে।

আরও পড়ুন: উমর খালিদের জামিনের আবেদনের শুনানি

এ ছাড়া শৈলেন্দ্র সিং, দীনেশ শর্মা, অনিল ত্রিপাঠি, পঙ্কজ, পবন শাস্ত্রী এবং রঞ্জনা অগ্নিহোত্রীর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ১৫ জুলাই।

দায়ের করা আবেদনে কয়েকজন আবেদনকারী শাহী মসজিদ ঈদগাহের প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালনার পাশাপাশি খনন ও কমিশনার নিয়োগের দাবি জানিয়েছেন।

এ সব আবেদনের শুনানি হওয়ার কথা ছিল ১ জুলাই। জুন মাসে দেওয়ানি আদালত বন্ধ থাকায় এক মাস শুনানি করা যায়নি। এ পর্যন্ত আদালতে দশটি মামলা হয়েছে। শ্রী কৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্স থেকে শাহী মসজিদ ঈদগাহ অপসারণের দাবিতে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম মামলা দায়ের করা হয়েছিল। এরপর থেকে এ পর্যন্ত ১০টি মামলা করেছে বিভিন্ন ব্যক্তি। সমস্ত শুনানি সিভিল জজ সিনিয়র ডিভিশনের আদালতে অনুষ্ঠিত হবে। এ কারণে শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী লক্ষনৌয়ের বাসিন্দা রঞ্জনা অগ্নিহোত্রী, মণীশ যাদব, মহেন্দ্র প্রতাপ সিং, দীনেশ চন্দ্র শর্মা, শৈলেন্দ্র সিং, পঙ্কজ, পবন কুমার শাস্ত্রী, অনিল কুমার ত্রিপাঠীর আবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিল।