প্রীতম কোলে, হাওড়াঃ অগ্নিপথ প্রকল্পের জেরে দেশ জুড়ে দেখা মিলছে বিক্ষোভ। একাধিক জায়গায় পথ অবরোধ থেকে শুরু করে ট্রেন জ্বালিয়ে চলছে বিক্ষোভ। বিশেষ করে বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, হরিয়ানা, সমস্তিপুর, রাজস্থান সহ একাধিক রাজ্যে এই প্রকল্পের জেরে উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতি। আজ নিয়ে তিনদিন এই বিক্ষোভ চলছে। তার ব্যতিক্রম নয় কলকাতাও। এই বিক্ষোভের আঁচ থেকে বাদ নেই পশ্চিমবাংলায়ও। বিক্ষোভ হয় উত্তর ২৪ পরগণার ঠাকুরনগর রেল সংলগ্নও এলাকায়ও। শিয়ালদহ ও বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। এবার এই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ল হাওড়া স্টেশনেও। এমনকি স্টেশন চত্বরে ভাঙচুর চালানো হচ্ছে। হাওড়া ব্রিজের ওপর বসে পড়ে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। তাদের দাবি , হাওড়া যুবকেরা তিন বছর ধরে এনসিসি করার পর অগ্নিপথ প্রকল্পে চার বছরের সেনাবাহিনীতে ভর্তি কোন মতেই মেনে নিতে পারছেন না। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। এমনকি বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করেন তারা। আন্দোলন চালিয়ে যাওয়ায় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ, তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয় । এই মুহূর্তে হাওড়া ব্রিজে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে।
১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
অগ্নিপথ বিরোধিতায় উত্তপ্ত হাওড়া , বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ পুলিশের
-
ইমামা খাতুন - আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার
- 261
সর্বধিক পাঠিত































