১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাড়ির সকলকে হারিয়ে জীবিত ১১ মাসের শিশু

বন্যায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত বেড়ে ৭৪

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
  • / 57

পুবের কলম,ওয়েবডেস্ক: তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৭৪ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। আহত ও নিখোঁজের সংখ্যা বহু। ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০০ কোটি ছুঁই ছুঁই। সব মিলিয়ে নাজেহাল অবস্থা।

এই আবহে রবিবারও কাংড়া, সিরমৌর এবং মান্ডি জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাছাড়া উনা, বিলাসপুর, হামিরপুর, চাম্বা, সোলান, সিমলা এবং কুল্লু জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে গত ৩০ জুন রাতে হড়পা বানে পরিবারের সকলের মৃত্যু হলেও, অলৌকিকভাবে বেঁচে গিয়েছে ১১ মাসের এক শিশুকন্যা। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে চর্চা।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বন্যা বিধ্বস্ত জেলা বিশেষ করে মান্ডি জেলা প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন জানিয়েছেন, দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে সব থেকে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলায় ১৭৬টি সহ হিমাচলে ২৬০টির বেশি রাস্তা বন্ধ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়ির সকলকে হারিয়ে জীবিত ১১ মাসের শিশু

বন্যায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত বেড়ে ৭৪

আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৭৪ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। আহত ও নিখোঁজের সংখ্যা বহু। ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০০ কোটি ছুঁই ছুঁই। সব মিলিয়ে নাজেহাল অবস্থা।

এই আবহে রবিবারও কাংড়া, সিরমৌর এবং মান্ডি জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাছাড়া উনা, বিলাসপুর, হামিরপুর, চাম্বা, সোলান, সিমলা এবং কুল্লু জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে গত ৩০ জুন রাতে হড়পা বানে পরিবারের সকলের মৃত্যু হলেও, অলৌকিকভাবে বেঁচে গিয়েছে ১১ মাসের এক শিশুকন্যা। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে চর্চা।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বন্যা বিধ্বস্ত জেলা বিশেষ করে মান্ডি জেলা প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন জানিয়েছেন, দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে সব থেকে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলায় ১৭৬টি সহ হিমাচলে ২৬০টির বেশি রাস্তা বন্ধ।