ভারী বৃষ্টির সতর্কতা জারি উত্তরবঙ্গের পাঁচ জেলায়

- আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার
- / 20
পুবের কলম ওয়েবডেস্ক : আপাতত মিলবে না রেহাই। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। জারি সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জল যন্ত্রণা থেকে দক্ষিণবঙ্গ রেহাই পেলেও, আপাতত বৃষ্টির জলে ভাসতে চলেছে উত্তরবঙ্গ।
হাওয়া অফিস থেকে আরও জানা গেছে, আগামী বুধবার থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। ফলে বাতাসে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। আর গত রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। কিন্তু বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল হতে পারে।
ঘূর্ণাবর্ত এখন উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়াও নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানা যাচ্ছে। অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আরও জানা গেছে, বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে।
আগামী মঙ্গল থেকে শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির ফলে ক্রমশ বেড়েই চলেছে নদীর জলস্তর। যার ফলে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা। আর এই জন্য নিচু এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে।