দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় কবে দুর্যোগ? জেনে নিন বিস্তারিত আবহাওয়া আপডেট

- আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
- / 282
পুবের কলম ওয়েবডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে পরিণত হয়েছে নিম্নচাপে। এই নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার মিলিত প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই অঞ্চলেই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (IMD Alipore) জানিয়েছে, শনিবার থেকে শুরু হয়ে টানা বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি (Heavy Rain Alert in Bengal)।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা (South Bengal Heavy Rain Warning) জারি হয়েছে।
শনিবার (আজ) দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে।
রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলিতে (East & West Bardhaman, Birbhum, West Midnapore, Bankura, Hooghly) ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।
সোমবার পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে— পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি।
মঙ্গলবার পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি (Darjeeling, Kalimpong, Alipurduar, Cooch Behar, Jalpaiguri) জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।
সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করবে।
গত ২৪ ঘণ্টার বৃষ্টির কারণে তাপমাত্রা খানিকটা কমেছে কলকাতায় (Kolkata Weather Update)।
-
সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.৫°C (স্বাভাবিকের থেকে ০.৩°C কম)
-
সর্বোচ্চ তাপমাত্রা: ২৯.৩°C (স্বাভাবিকের থেকে ৩.৬°C কম)
-
আর্দ্রতার পরিমাণ: সর্বাধিক ৯৮%, সর্বনিম্ন ৯২%
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে ওডিশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Odisha & Gangetic Bengal) উপর অবস্থান করছে। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরের মধ্যে এই নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং ছত্তিসগড়ের দিকে অগ্রসর হবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই প্রভাব পড়তে চলেছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই জায়গাতেই প্রবল বর্ষণের পূর্বাভাসে সতর্ক রয়েছে প্রশাসন। বিশেষ করে উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের আগামী কয়েকদিন সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।