৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানি ড্রোনের কাছে অসহায় আমেরিকা!

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার
  • / 93

পুবের কলম ওয়েব ডেস্ক: ইরানি ড্রোনের ধ্বংসাত্মক ক্ষমতার কাছে আমেরিকার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমানবাহিনী অসহায়। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ ও সম্পর্ক সমন্বয়ক জন কিরবি বলেছেন, ‘অভ্যন্তরীন ভাবে ড্রোন উৎপাদনের ক্ষমতা ইরানিদের আছে এবং এই ড্রোনগুলির সব ধ্বংস করে দিতে পারে।’

 

আরও পড়ুন: ৪৭ বছর ধরে আমেরিকায় থাকা ইরানি নারীকে গ্রেফতার

আমরা সিরিয়া ও ইরাকে আমাদের সেনাবাহিনী ও স্থাপনায় চালানো হামলাগুলি দেখে ইরানি ড্রোনের শক্তির ব্যাপারে জানতে পেরেছি।’ জন কিরবির এ বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় যে, মার্কিন দখলদার বাহিনী ইরানি ড্রোনের স্বাদ বেশ ভালোভাবেই আস্বাদন করেছে। তাই এখন তারা বেশ আতঙ্কে রয়েছে। আমেরিকার পাশাপাশি ইরানি ড্রোনের সক্ষমতার ব্যাপারে যানবাদী ইসরাইলও অবগত।

আরও পড়ুন: আমেরিকার রাষ্ট্রদূতের মুখ ফসকে মন্তব্য: ‘ইসরাইল মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে’

 

আরও পড়ুন: ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

কয়েক বছর আগে ইরানি ড্রোন সক্ষমতার দিকে ইঙ্গিত করে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সেন্টকম প্রধান জেনারেল ম্যাকেঞ্জি বলেছিলেন, ‘কোরিয়া যুদ্ধের পর থেকে এই প্রথম বারের মতো আমরা আকাশে পূর্ণাঙ্গ শক্তি ছাড়াই সামরিক অভিযান ও কর্মকাণ্ড পরিচালনা করছি।’ জেনারেল ম্যাকেঞ্জি গোয়েন্দা আক্রমণে ব্যবহৃত ক্ষুদ্র ও মাঝারি সাইজের সশস্ত্র ইরানি ড্রোনকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও তার মিত্রদের জন্য বিপদ বলে বারবার উল্লেখ করেছেন।  একদা হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে ম্যাকেঞ্জি বলেন, ‘এগুলো শনাক্ত করা খুবই কঠিন।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানি ড্রোনের কাছে অসহায় আমেরিকা!

আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ইরানি ড্রোনের ধ্বংসাত্মক ক্ষমতার কাছে আমেরিকার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমানবাহিনী অসহায়। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ ও সম্পর্ক সমন্বয়ক জন কিরবি বলেছেন, ‘অভ্যন্তরীন ভাবে ড্রোন উৎপাদনের ক্ষমতা ইরানিদের আছে এবং এই ড্রোনগুলির সব ধ্বংস করে দিতে পারে।’

 

আরও পড়ুন: ৪৭ বছর ধরে আমেরিকায় থাকা ইরানি নারীকে গ্রেফতার

আমরা সিরিয়া ও ইরাকে আমাদের সেনাবাহিনী ও স্থাপনায় চালানো হামলাগুলি দেখে ইরানি ড্রোনের শক্তির ব্যাপারে জানতে পেরেছি।’ জন কিরবির এ বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় যে, মার্কিন দখলদার বাহিনী ইরানি ড্রোনের স্বাদ বেশ ভালোভাবেই আস্বাদন করেছে। তাই এখন তারা বেশ আতঙ্কে রয়েছে। আমেরিকার পাশাপাশি ইরানি ড্রোনের সক্ষমতার ব্যাপারে যানবাদী ইসরাইলও অবগত।

আরও পড়ুন: আমেরিকার রাষ্ট্রদূতের মুখ ফসকে মন্তব্য: ‘ইসরাইল মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে’

 

আরও পড়ুন: ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

কয়েক বছর আগে ইরানি ড্রোন সক্ষমতার দিকে ইঙ্গিত করে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সেন্টকম প্রধান জেনারেল ম্যাকেঞ্জি বলেছিলেন, ‘কোরিয়া যুদ্ধের পর থেকে এই প্রথম বারের মতো আমরা আকাশে পূর্ণাঙ্গ শক্তি ছাড়াই সামরিক অভিযান ও কর্মকাণ্ড পরিচালনা করছি।’ জেনারেল ম্যাকেঞ্জি গোয়েন্দা আক্রমণে ব্যবহৃত ক্ষুদ্র ও মাঝারি সাইজের সশস্ত্র ইরানি ড্রোনকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও তার মিত্রদের জন্য বিপদ বলে বারবার উল্লেখ করেছেন।  একদা হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে ম্যাকেঞ্জি বলেন, ‘এগুলো শনাক্ত করা খুবই কঠিন।’