০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সব মাদ্রাসা বন্ধ করা হোক, দাবি হিমন্তের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 40

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতের সব মাদ্রাসা বন্ধ হওয়া উচিত। কারণ ভারত হল হিন্দুদের দেশ। ফের কট্টরবাদী বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত স্পষ্ট বলেছেন– ইন্ডিয়া কথাটি এসেছে ১৯৪৭ সালে। কিন্তু তার আগে সাত হাজার বছর আমরা পরিচিত ছিলাম হিন্দু হিসেবে। আমি বিশ্বাস করি সভ্যতায়।

আমি বিশ্বাস করি আমাদের সভ্যতা হিন্দু সভ্যতা। এর পরই হিমন্ত আরও বিতর্কিত মন্তব্য করে বলেন– আমি চাই দেশের সব মাদ্রাসা বন্ধ করে সেখানে মেডিক্যাল কলেজ কিংবা ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়া হোক। কারণ মাদ্রাসায় কেবল ‘মোল্লা’ তৈরি হয়। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয় ডাক্তার– ইঞ্জিনিয়ার– দার্শনিক।

আরও পড়ুন: কাছাড় জেলায় সরকারি দফতরে বাংলা বাধ্যতামূলক

আরও পড়ুন: অসমে নয়া গ্যাস ভান্ডার, ৫ দিন ধরে তীব্র গতিতে বেরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাস

হিমন্ত নিজের বক্তব্যের সপক্ষে সাফাই দেন– আমি যদি মুসলিম এলাকায় গিয়ে তাদের বলি– আমি আপনাদের সন্তানদের মোল্লা নয়– চিকিৎসক বানাতে চাই– তাহলে তাদের খুশি হওয়া উচিত।

আরও পড়ুন: অসমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা, ভূমিধসে পাঁচজনের মৃত্যু

প্রসঙ্গত– হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর আসনে বসার পরেই অসমের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন। একই সঙ্গে মাদ্রাসা বোর্ড ও সার্ভিস কমিশন বন্ধ করে দিয়েছেন। এর ফলে যারা মাদ্রাসা থেকে পাশ করে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন– সেই সব চাকরিপ্রার্থীদের আবেদনও বাতিল করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের সব মাদ্রাসা বন্ধ করা হোক, দাবি হিমন্তের

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতের সব মাদ্রাসা বন্ধ হওয়া উচিত। কারণ ভারত হল হিন্দুদের দেশ। ফের কট্টরবাদী বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত স্পষ্ট বলেছেন– ইন্ডিয়া কথাটি এসেছে ১৯৪৭ সালে। কিন্তু তার আগে সাত হাজার বছর আমরা পরিচিত ছিলাম হিন্দু হিসেবে। আমি বিশ্বাস করি সভ্যতায়।

আমি বিশ্বাস করি আমাদের সভ্যতা হিন্দু সভ্যতা। এর পরই হিমন্ত আরও বিতর্কিত মন্তব্য করে বলেন– আমি চাই দেশের সব মাদ্রাসা বন্ধ করে সেখানে মেডিক্যাল কলেজ কিংবা ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়া হোক। কারণ মাদ্রাসায় কেবল ‘মোল্লা’ তৈরি হয়। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয় ডাক্তার– ইঞ্জিনিয়ার– দার্শনিক।

আরও পড়ুন: কাছাড় জেলায় সরকারি দফতরে বাংলা বাধ্যতামূলক

আরও পড়ুন: অসমে নয়া গ্যাস ভান্ডার, ৫ দিন ধরে তীব্র গতিতে বেরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাস

হিমন্ত নিজের বক্তব্যের সপক্ষে সাফাই দেন– আমি যদি মুসলিম এলাকায় গিয়ে তাদের বলি– আমি আপনাদের সন্তানদের মোল্লা নয়– চিকিৎসক বানাতে চাই– তাহলে তাদের খুশি হওয়া উচিত।

আরও পড়ুন: অসমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা, ভূমিধসে পাঁচজনের মৃত্যু

প্রসঙ্গত– হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর আসনে বসার পরেই অসমের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন। একই সঙ্গে মাদ্রাসা বোর্ড ও সার্ভিস কমিশন বন্ধ করে দিয়েছেন। এর ফলে যারা মাদ্রাসা থেকে পাশ করে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন– সেই সব চাকরিপ্রার্থীদের আবেদনও বাতিল করা হয়েছে।