বসিরহাট নির্বাচনে বিজেপি প্রার্থীর মামলায় নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার কে অব্যাহতি দিল হাইকোর্ট

- আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
- / 28
মোল্লা জসিমউদ্দিন : বুধবার কলকাতা হাইকোর্ট নির্বাচনী সংক্রান্ত এক মামলায় গুরত্বপূর্ণ নির্দেশ দিল। গত বসিরহাট লোকসভা নির্বাচন নিয়ে রেখা পাত্রর করা মামলা থেকে অব্যাহতি পেলেন জাতীয় নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার আকাঙ্খা ভাস্কর।এদিন এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও । কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও তাঁর রায়ে উল্লেখ করেছেন যে, -‘এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হল কমিশন এবং রিটার্নিং অফিসার আকাঙ্খা ভাস্করকে’।
প্রয়াত তৃণমূল সাংসদ নুরুল ইসলামের মনোনয়ন নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন বসিরহাট কেন্দ্রে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রেখা পাত্র । তাঁর অভিযোগ ছিল রিটার্নিং অফিসার যথাযথ তদন্ত না করেই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।নির্বাচনের সময় রিটার্নিং অফিসারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রেখা পাত্র। ওই মামলায় জাতীয় নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে সংযুক্ত করা হয়েছিল।
নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবীর দাবি -‘ নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে কখনও মামলায় সংযুক্ত করা যায় না। যে ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিল সেটা নির্বাচনের রুলস অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল’। এই যুক্তিতে কলকাতা হাইকোর্ট মামলা থেকে অব্যাহতি দিল জাতীয় নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে। এর পাশাপাশি আবেদনকারীর আইনজীবীকে কলকাতা হাইকোর্টের নির্দেশ দু সপ্তাহের মধ্যে তাদেরকে গেজেট নোটিফিকেশন বিষয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মামলার শুনানিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়, -‘তাঁরা শুধুমাত্র সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন এবং ব্যক্তিগতভাবে কোনও সিদ্ধান্তের সঙ্গে জড়িত নন’। সেই যুক্তিকে মান্যতা দিয়ে মামলার দায় থেকে রিটার্নিং অফিসার আকাঙ্খা ভাস্করকে অব্যাহতি দেন বিচারপতি। সেইসঙ্গে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার আগে ভাবতে হবে, আইন কী বলছে? পরবর্তী শুনানিতে আবেদনকারীর আইনজীবী কি জানান? তার দিকে তাকিয়ে অনেকেই।