০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কর্নাটক নির্বাচনে ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশনে অনুমতি হাই কোর্টের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ মে ২০২৩, বুধবার
  • / 41

পুবের কলম, ওয়েবডেস্ক : কর্নাটক নির্বাচনে ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশনে অনুমতি দিল হাই কোর্ট। নির্দিষ্ট শর্ত রেখেই এই খাবার পরিবেশনে অনুমতি দিয়েছে আদালত।

মঙ্গলবারই কর্নাটক হাই কোর্ট অনুমতি দেয় ভোটদানের পর ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশনের প্রস্তাবে। ভোটদানে উৎসাহ দিতেই আদালতের এই নির্দেশ বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন হোটেল এই ধরনের অফার দিয়েছে। এর আগে ভোটের দিন হোটেলগুলির দেওয়া এমন প্রস্তাবে ব্রুহাৎ বেঙ্গালুরু মহানগরা পালিকে (বিবিএমপি) বিনামূল্যে খাবার পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করেছিল। পাশাপাশি রাজ্যের নির্বাচন কমিশনও হোটেলগুলিকে সতর্ক করেছিল এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। ৯ মে বেঙ্গালুরু সহকারি কমিশনার একটি বিজ্ঞপ্তি জারি করে বলেন, যে কেউ ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশন করতে পারবে না। এরপরই হোটেল মালিকের সংগঠন ও বেঙ্গালুরুর নিস্বর্গ গ্র্যান্ড হোটেলের মালিকরা আদালতের দ্বারস্থ হন। হাই কোর্ট বিবিএমপি ও রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে বাতিল করে নির্বাচনের দিন ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশনের অনুমতি দেয়।

আরও পড়ুন: ফাঁসি নয় যাবজ্জীবন, ৪০ বছর জেল প্রেমিক সুশান্ত চৌধুরীর

তবে আদালত জানিয়ে দিয়েছে, ভোটদানের আগে কাউকেই এই খাবার দেওয়া যাবে না। কেবলমাত্র আঙুলে কালির দাগ দেখে তবেই খাবার দেওয়া যাবে। খাবারের পাশাপাশি শীতল পানীয়ও পরিবেশন করা হবে ভোটারদের। খাবারের মধ্যে থাকছে বাটার ধোসা, মাইসুরু পাক (মিষ্টি)। যারা এবছর প্রথমবার ভোট দেবেন, সেই ভোটারদের মধ্যে প্রথম ১০০ জনকে দেওয়া হবে বিনামূল্যে সিনেমার টিকিটও।

আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা খারিজ, ‘অধিকার নেই’ বলল হাইকোর্ট

একটি বিশেষ বৈঠকের পরে, বিচারপতি টি জি শিবশঙ্কর গৌড়া বলেছিলেন, বিনামূল্যে খাবার দেওয়ার সময় হোটেলগুলি কর্নাটক বিধানসভা নির্বাচন সংক্রান্ত কোনও নির্দেশিকা বা আচারবিধি লঙ্ঘন করা উচিত নয়। আদালত আরও বলেছে যে, কোনও হোটেল বা সমিতি নিজেদের জন্য বা কোনও রাজনৈতিক দলের পক্ষে কোনও কৃতিত্ব ঘোষণা বা দাবি করবে না। যদি সংবাদ মাধ্যমের কাছ থেকেও সুযোগ-সুবিধার দাবি করা হয়, তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে বিচার ব্যবস্থার মুখে পড়তে হবে।

আরও পড়ুন: মানিকের স্ত্রী- পুত্র মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে ইডি

উল্লেখ্য, বুধবার সকাল থেকেই কর্নাটকে শুরু হয়েছে ভোটদান পর্ব। ২২৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। গণনা ১৩ মে, শনিবার। এ বার কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ। তাঁদের মধ্যে প্রথম বারের ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার। মোট ভোটারদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ এবং ২ কোটি ৬২ লক্ষ মহিলা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্নাটক নির্বাচনে ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশনে অনুমতি হাই কোর্টের

আপডেট : ১০ মে ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক : কর্নাটক নির্বাচনে ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশনে অনুমতি দিল হাই কোর্ট। নির্দিষ্ট শর্ত রেখেই এই খাবার পরিবেশনে অনুমতি দিয়েছে আদালত।

মঙ্গলবারই কর্নাটক হাই কোর্ট অনুমতি দেয় ভোটদানের পর ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশনের প্রস্তাবে। ভোটদানে উৎসাহ দিতেই আদালতের এই নির্দেশ বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন হোটেল এই ধরনের অফার দিয়েছে। এর আগে ভোটের দিন হোটেলগুলির দেওয়া এমন প্রস্তাবে ব্রুহাৎ বেঙ্গালুরু মহানগরা পালিকে (বিবিএমপি) বিনামূল্যে খাবার পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করেছিল। পাশাপাশি রাজ্যের নির্বাচন কমিশনও হোটেলগুলিকে সতর্ক করেছিল এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। ৯ মে বেঙ্গালুরু সহকারি কমিশনার একটি বিজ্ঞপ্তি জারি করে বলেন, যে কেউ ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশন করতে পারবে না। এরপরই হোটেল মালিকের সংগঠন ও বেঙ্গালুরুর নিস্বর্গ গ্র্যান্ড হোটেলের মালিকরা আদালতের দ্বারস্থ হন। হাই কোর্ট বিবিএমপি ও রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে বাতিল করে নির্বাচনের দিন ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশনের অনুমতি দেয়।

আরও পড়ুন: ফাঁসি নয় যাবজ্জীবন, ৪০ বছর জেল প্রেমিক সুশান্ত চৌধুরীর

তবে আদালত জানিয়ে দিয়েছে, ভোটদানের আগে কাউকেই এই খাবার দেওয়া যাবে না। কেবলমাত্র আঙুলে কালির দাগ দেখে তবেই খাবার দেওয়া যাবে। খাবারের পাশাপাশি শীতল পানীয়ও পরিবেশন করা হবে ভোটারদের। খাবারের মধ্যে থাকছে বাটার ধোসা, মাইসুরু পাক (মিষ্টি)। যারা এবছর প্রথমবার ভোট দেবেন, সেই ভোটারদের মধ্যে প্রথম ১০০ জনকে দেওয়া হবে বিনামূল্যে সিনেমার টিকিটও।

আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা খারিজ, ‘অধিকার নেই’ বলল হাইকোর্ট

একটি বিশেষ বৈঠকের পরে, বিচারপতি টি জি শিবশঙ্কর গৌড়া বলেছিলেন, বিনামূল্যে খাবার দেওয়ার সময় হোটেলগুলি কর্নাটক বিধানসভা নির্বাচন সংক্রান্ত কোনও নির্দেশিকা বা আচারবিধি লঙ্ঘন করা উচিত নয়। আদালত আরও বলেছে যে, কোনও হোটেল বা সমিতি নিজেদের জন্য বা কোনও রাজনৈতিক দলের পক্ষে কোনও কৃতিত্ব ঘোষণা বা দাবি করবে না। যদি সংবাদ মাধ্যমের কাছ থেকেও সুযোগ-সুবিধার দাবি করা হয়, তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে বিচার ব্যবস্থার মুখে পড়তে হবে।

আরও পড়ুন: মানিকের স্ত্রী- পুত্র মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে ইডি

উল্লেখ্য, বুধবার সকাল থেকেই কর্নাটকে শুরু হয়েছে ভোটদান পর্ব। ২২৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। গণনা ১৩ মে, শনিবার। এ বার কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ। তাঁদের মধ্যে প্রথম বারের ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার। মোট ভোটারদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ এবং ২ কোটি ৬২ লক্ষ মহিলা।