বাগনানে মহরম যাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট

- আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার
- / 128
মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার হাওড়ার বাগনানে মহরম যাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, বাগনান পুলিশ প্রথমে ওই মিছিলের অনুমতি দিতে চায়নি। কারণ দর্শিয়ে বলা হয়েছিল ওই দিনই দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আরও দু’টি মিছিল হওয়ার কথা রয়েছে।
এর পরই মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা হয়।শুক্রবার শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি শর্ত বেঁধে বলা হয়েছে, মিছিলে কোনও রকম অস্ত্রের ব্যবহার করা যাবে না। দেড়শো জনের বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ করতে পারবেন না। নাজাখ ইমামবাড়া-দক্ষিণপাড়া থেকে এই যাত্রা শুরু হয়ে খাজুটি মোড় পর্যন্ত যাবে এবং ফিরে আসবে।
যাত্রা শুরু করতে হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে এবং শেষ করতে হবে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন, -’ট্রাফিক আইন-সহ অন্যান্য যাবতীয় নিয়ম মেনে চলতে হবে। মিছিলে যাতে কোনও রকম অশান্তি না ঘটে তার জন্য নজর রাখবে পুলিশ।
প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিতে পারেন হাওড়া রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার’।এর আগে গত বুধবার নবান্নে উলটোরথ, শ্রাবণী মেলা ও মহরমের জন্য আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয়, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।