ভোট বয়কট বুথে অস্বাভাবিক ভোট মামলায় অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

- আপডেট : ১৯ জুলাই ২০২৩, বুধবার
- / 10
পারিজাত মোল্লা: কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠে পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট বুথে অস্বাভাবিক ভোট পড়া সংক্রান্ত মামলা সংশ্লিষ্ট বুথে ভোট বয়কট করেছিলেন ভোটাররা! অথচ দেখা গেল সেই বুথেই ভোটের হার ৯৫ শতাংশ। ভোটারদের একাংশের ভোট বয়কট সত্ত্বেও কী ভাবে এত বেশি ভোট পড়ল?
রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে বিষয়টি অনুসন্ধান করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে রাজারহাটের বিডিওকেও তলব করেছেন তিনি। আদালত সুত্রে প্রকাশ, রাজারহাট এলাকার জাঙ্গা হাতিয়াড়া দু’নম্বর পঞ্চায়েতের আবদুল কালাম কলেজের একটি বুথের ঘটনার প্রেক্ষিতে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
মামলাকারীর দাবি, স্থানীয় কিছু বিষয় নিয়ে ভোটাররা ভোট বয়কট করেন। যাঁরা ভোট দিতে গিয়েছিলেন, তাঁদেরও বাধা দেওয়া হয়। কিন্তু বয়কট সত্ত্বেও ওই বুথে দেখা যায় ৯৫ শতাংশ ভোট পড়েছে। বয়কটের পরেও কী ভাবে ৯৫ শতাংশ ভোট পড়া সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজারহাটের বিডিওকে তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি জানিয়েছেন, -‘ এই ঘটনার অনুসন্ধানে এক জন পুলিশ আধিকারিককে নিয়োগ করবেন ডিজি এবং আইজি। আগামী ৩ অগাস্ট এই মামলায় আদালতে রিপোর্ট জমা দেবেন রাজ্যের ডিজি এবং আইজি’।