০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হিজাবধারী বুশরা এখন দেশের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের রোল মডেল!

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 167

বুশরা মতিন

পুবের কলম ওয়েবডেস্ক : তিনি নারী। তিনি হিজাবি। হিজাবেই সেরা তিনি। তিনি বুশরা মতিন। ২২ বছরের এই তরুণী এখন দেশের হাজার হাজার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য হতে পারেন এক আদর্শ রোল মডেল। কারণ তিনি গড়েছেন এক অসামান্য কৃতিত্ব। উজ্জ্বল করেছেন তাঁর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের নাম। শুধু কলেজ টপারই হননি তিনি, পাশাপাশি তাঁর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অতীতের সব টপারদের ছাড়িয়ে গেছে তাঁর মেধা। তাঁর অনন্য কীর্তিকে সম্মান করতে কলেজের পক্ষ থেকে তাঁকে দেওয়া হচ্ছে ১৬টি সোনার মেডেল।
বুশরা কর্নাটকের রাইচুরে অবস্থিত এসএলএন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী। বৃহস্পতিবার তাঁর হাতে মেডেলগুলি তুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের দিন।

 

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানায়, বিশ্বেশ্বরয়া টেকনোলোজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনও পড়ুয়া একসঙ্গে ১৬ খানা মেডেল পাওয়ার কৃতিত্ব হাসিল করতে সক্ষম হয়েছেন।দেশের স্বনামধন্য ব্যক্তিরা বুশরার প্রশংসায় পঞ্চমুখ। তাঁর সাফল্যের কথা টু্ইটারে তুলে ধরে হিজাব বিরোধীদেরকে নিশানা করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যারা হিজাব বিরোধী তাঁদের বদ্ধ চিন্তার পরিসর ছেড়ে বেরিয়ে আসা উচিত। এমনই ভাবনা প্রতিফলিত হয় স্বরার টু্ইটে।

আরও পড়ুন: কর্নাটকের নার্সিং কলেজে কাশ্মীরি ছাত্রীদের হিজাব নিষেধাজ্ঞা! মুখ্যমন্ত্রীকে চিঠি ছাত্র সংগঠনের

উল্লেখ্য, সম্প্রতি এই কর্নাটক রাজ্যেই হিজাব নিয়ে বিতর্ক বাঁধে। স্কুল- কলেজে হিজাব পরে প্রবেশে বাধার সম্মুখীন হয় পড়ুয়ারা। এ সময় আরএসএস সহ বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী দল মাঠে নেমে পড়ে। উত্তপ্ত হতে থাকে রাজ্য-রাজনীতি। গলায় গেরুয়া উত্তরীয় পরে মিছিল হয় বিভিন্ন স্থানে হিজাব বন্ধের দাবিতে। সে সময় মুসকান বলে এক সিংহী নারীর বীরত্ব আলোড়ন তোলে দেশব্যাপী। পরবর্তীতে মুসকান বিভিন্ন টিভি চ্যানেলেও সাক্ষাৎকার দেন। কথা বলেন ঝরঝরে ইংরেজিতে।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে পাঠ দিতে হবে পড়ুয়াদের, নির্দেশ কেন্দ্রের

স্কুটি চেপে আসা কালো বোরকা পরিহিত মুসকানরা যে কোনও অংশে কম আধুনিক ও শিক্ষিতা নয়, তা বারে বারে প্রমাণ করেছে।
আর এই মুসকানদের মাঝে লুকিয়ে আছে সহস্র প্রতিভা। বুশরার এই নজিরবিহীন একাডেমিক সাফল্য তা আবার প্রমাণ করল। ইঞ্জিনিয়ারিংয়ের পর এখন কি করার ইচ্ছা বুশরার? জানতে চাওয়া হলে বুশরা জানায়, সে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান। আর সে কারণেই তিনি চাকরির কথা ভাবছেন না। ইউপিএসসি ক্র্যাক করে জনগণের সেবায়, দেশের সেবায় আত্মনিয়োজিত করতে চান বুশরা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিজাবধারী বুশরা এখন দেশের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের রোল মডেল!

আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : তিনি নারী। তিনি হিজাবি। হিজাবেই সেরা তিনি। তিনি বুশরা মতিন। ২২ বছরের এই তরুণী এখন দেশের হাজার হাজার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য হতে পারেন এক আদর্শ রোল মডেল। কারণ তিনি গড়েছেন এক অসামান্য কৃতিত্ব। উজ্জ্বল করেছেন তাঁর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের নাম। শুধু কলেজ টপারই হননি তিনি, পাশাপাশি তাঁর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অতীতের সব টপারদের ছাড়িয়ে গেছে তাঁর মেধা। তাঁর অনন্য কীর্তিকে সম্মান করতে কলেজের পক্ষ থেকে তাঁকে দেওয়া হচ্ছে ১৬টি সোনার মেডেল।
বুশরা কর্নাটকের রাইচুরে অবস্থিত এসএলএন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী। বৃহস্পতিবার তাঁর হাতে মেডেলগুলি তুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের দিন।

 

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানায়, বিশ্বেশ্বরয়া টেকনোলোজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনও পড়ুয়া একসঙ্গে ১৬ খানা মেডেল পাওয়ার কৃতিত্ব হাসিল করতে সক্ষম হয়েছেন।দেশের স্বনামধন্য ব্যক্তিরা বুশরার প্রশংসায় পঞ্চমুখ। তাঁর সাফল্যের কথা টু্ইটারে তুলে ধরে হিজাব বিরোধীদেরকে নিশানা করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যারা হিজাব বিরোধী তাঁদের বদ্ধ চিন্তার পরিসর ছেড়ে বেরিয়ে আসা উচিত। এমনই ভাবনা প্রতিফলিত হয় স্বরার টু্ইটে।

আরও পড়ুন: কর্নাটকের নার্সিং কলেজে কাশ্মীরি ছাত্রীদের হিজাব নিষেধাজ্ঞা! মুখ্যমন্ত্রীকে চিঠি ছাত্র সংগঠনের

উল্লেখ্য, সম্প্রতি এই কর্নাটক রাজ্যেই হিজাব নিয়ে বিতর্ক বাঁধে। স্কুল- কলেজে হিজাব পরে প্রবেশে বাধার সম্মুখীন হয় পড়ুয়ারা। এ সময় আরএসএস সহ বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী দল মাঠে নেমে পড়ে। উত্তপ্ত হতে থাকে রাজ্য-রাজনীতি। গলায় গেরুয়া উত্তরীয় পরে মিছিল হয় বিভিন্ন স্থানে হিজাব বন্ধের দাবিতে। সে সময় মুসকান বলে এক সিংহী নারীর বীরত্ব আলোড়ন তোলে দেশব্যাপী। পরবর্তীতে মুসকান বিভিন্ন টিভি চ্যানেলেও সাক্ষাৎকার দেন। কথা বলেন ঝরঝরে ইংরেজিতে।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে পাঠ দিতে হবে পড়ুয়াদের, নির্দেশ কেন্দ্রের

স্কুটি চেপে আসা কালো বোরকা পরিহিত মুসকানরা যে কোনও অংশে কম আধুনিক ও শিক্ষিতা নয়, তা বারে বারে প্রমাণ করেছে।
আর এই মুসকানদের মাঝে লুকিয়ে আছে সহস্র প্রতিভা। বুশরার এই নজিরবিহীন একাডেমিক সাফল্য তা আবার প্রমাণ করল। ইঞ্জিনিয়ারিংয়ের পর এখন কি করার ইচ্ছা বুশরার? জানতে চাওয়া হলে বুশরা জানায়, সে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান। আর সে কারণেই তিনি চাকরির কথা ভাবছেন না। ইউপিএসসি ক্র্যাক করে জনগণের সেবায়, দেশের সেবায় আত্মনিয়োজিত করতে চান বুশরা।