০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী সুখু , রবিবারে শপথ

ইমামা খাতুন
  • আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 63

পুবের কলম ওয়েব ডেস্কঃ ক’দিন ধরে চলা সব টানাপোড়েনের অবসান। অবশেষে জানা গেল হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। পাহাড়ি রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুখু। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে গত ২-৩ দিন ধরে রাজনৈতিক টানাপোড়েন চলছিল কংগ্রেসের অন্দরে। সেই পরিস্থিতিতে কংগ্রেসের অনেকে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী নির্বাচিত করে দিন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পরে আবার শোনা গেল মুখ্যমন্ত্রী বেছে নিতে পারেন খোদ প্রিয়াঙ্কা গান্ধি।

 

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

তিনিই সিদ্ধান্ত নেবেন কাকে হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হবে। এখানেই শেষ নয়, সর্বশেষ খবর আসে হিমাচলের মুখ্যমন্ত্রী কে হবেন সেই ভার দলের বিধায়কদের উপরই ছাড়তে চায় হাইকমান্ড। জানা যায়, হাইকম্যান্ড নয়, বিধায়করাই ঠিক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কাকে করা হবে। সেইমতো শনিবার দলের অধিকাংশ বিধায়কের মতামতকে গুরুত্ব দিয়ে চারবারের বিধায়ক সুখবিন্দর সিং সুখুকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।  শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে বলে কংগ্রেস সূত্রে খবর। এ দিকে, সুখুর নাম মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হওয়ার খবর পেতেই উৎসবে মেতে উঠেছেন তাঁর সমর্থকরা।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, ৬৮ বিধানসভা আসন বিশিষ্ট হিমাচলপ্রদেশে ৪০ আসনে জয়ী হয়েছে কংগ্রেস। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী বেছে নিতে শিমলায় নব নির্বাচিত কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভূপেশ বাঘেল-রাজীব শুক্লার মতো হেভিওয়েট নেতারা। জানা গিয়েছে, ওই বৈঠকে খুব কম করে হলেও ২৫ জন বিধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে হামিপুরের নাদৌন থেকে নির্বাচিত প্রাক্তন প্রদেশ সভাপতি সুখবিন্দর সিং সুখুর নাম প্রস্তাব করেন।

 

অধিকাংশ বিধায়ক তাঁর নাম প্রস্তাব করায় মুখ্যমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং। প্রতিভা অবশ্য এখন রাজ্যে প্রদেশ কংগ্রেসের সভানেত্রীর মতো বড় দায়িত্ব সামলাচ্ছেন। বেশিরভাগ বিধায়কই যে সুখুকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন সে কথা ইতিমধ্যে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জানিয়ে দিয়েছেন হিমাচলে রাজ্যে পর্যবেক্ষক হয়ে যাওয়া ভূপেশ বাঘেল, ভূপিন্দার সিং হুড্ডা, রাজীব শুক্লা প্রমুখরা।

 

ওই রিপোর্টের পরেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির নামে সিলমোহর দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। শোনা যাচ্ছে  রবিবারই হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন সুখু। অন্যদিকে, সোমবার গুজরাতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেশ প্যাটেল। শপথগ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী সুখু , রবিবারে শপথ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ক’দিন ধরে চলা সব টানাপোড়েনের অবসান। অবশেষে জানা গেল হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। পাহাড়ি রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুখু। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে গত ২-৩ দিন ধরে রাজনৈতিক টানাপোড়েন চলছিল কংগ্রেসের অন্দরে। সেই পরিস্থিতিতে কংগ্রেসের অনেকে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী নির্বাচিত করে দিন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পরে আবার শোনা গেল মুখ্যমন্ত্রী বেছে নিতে পারেন খোদ প্রিয়াঙ্কা গান্ধি।

 

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

তিনিই সিদ্ধান্ত নেবেন কাকে হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হবে। এখানেই শেষ নয়, সর্বশেষ খবর আসে হিমাচলের মুখ্যমন্ত্রী কে হবেন সেই ভার দলের বিধায়কদের উপরই ছাড়তে চায় হাইকমান্ড। জানা যায়, হাইকম্যান্ড নয়, বিধায়করাই ঠিক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কাকে করা হবে। সেইমতো শনিবার দলের অধিকাংশ বিধায়কের মতামতকে গুরুত্ব দিয়ে চারবারের বিধায়ক সুখবিন্দর সিং সুখুকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।  শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে বলে কংগ্রেস সূত্রে খবর। এ দিকে, সুখুর নাম মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হওয়ার খবর পেতেই উৎসবে মেতে উঠেছেন তাঁর সমর্থকরা।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, ৬৮ বিধানসভা আসন বিশিষ্ট হিমাচলপ্রদেশে ৪০ আসনে জয়ী হয়েছে কংগ্রেস। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী বেছে নিতে শিমলায় নব নির্বাচিত কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভূপেশ বাঘেল-রাজীব শুক্লার মতো হেভিওয়েট নেতারা। জানা গিয়েছে, ওই বৈঠকে খুব কম করে হলেও ২৫ জন বিধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে হামিপুরের নাদৌন থেকে নির্বাচিত প্রাক্তন প্রদেশ সভাপতি সুখবিন্দর সিং সুখুর নাম প্রস্তাব করেন।

 

অধিকাংশ বিধায়ক তাঁর নাম প্রস্তাব করায় মুখ্যমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং। প্রতিভা অবশ্য এখন রাজ্যে প্রদেশ কংগ্রেসের সভানেত্রীর মতো বড় দায়িত্ব সামলাচ্ছেন। বেশিরভাগ বিধায়কই যে সুখুকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন সে কথা ইতিমধ্যে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জানিয়ে দিয়েছেন হিমাচলে রাজ্যে পর্যবেক্ষক হয়ে যাওয়া ভূপেশ বাঘেল, ভূপিন্দার সিং হুড্ডা, রাজীব শুক্লা প্রমুখরা।

 

ওই রিপোর্টের পরেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির নামে সিলমোহর দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। শোনা যাচ্ছে  রবিবারই হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন সুখু। অন্যদিকে, সোমবার গুজরাতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেশ প্যাটেল। শপথগ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।