১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি

চামেলি দাস
  • আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার
  • / 202

পুবের কলম ওয়েবডেস্ক: গত ১২ দিনের ইরান–ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজয়কে ‘ইসলাম ও মানবতার বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সুন্নি সম্প্রদায়ের ১,৩০০ জনেরও বেশি আলেম, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী। রোববার প্রকাশিত এক যুগান্তকারী বিবৃতিতে তাঁরা মুসলিম বিশ্বের নেতা, আলেম, চিন্তক ও তরুণদের প্রতি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়— “এই বিজয় কেবল একটি রাষ্ট্রের নয়, বরং এটি সত্যের ওপর মিথ্যার পরাজয়, ইসলামের ওপর কুফরের পরাজয়। সময় এসেছে, মুসলিম উম্মাহ ঈমান, ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষক পশ্চিমা শক্তির বিরুদ্ধে সোচ্চার হবে।”

বিবৃতিতে ইসরাইলের শাসকগোষ্ঠীকে “ব্রিটিশ ষড়যন্ত্র ও মার্কিন চক্রান্তের ফসল” হিসেবে উল্লেখ করে বলা হয়— “এই দুষ্ট শক্তি মুসলিম দেশগুলোর দেহে ক্যান্সারের টিউমারের মতো ছড়িয়ে পড়েছে। তারা প্রতিদিন নিরস্ত্র নারী ও শিশুদের হত্যা করে মানবতার প্রতি চরম অপরাধ করছে।”

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়নের প্রতিবাদে বিবৃতিতে স্মরণ করা হয় ৭ অক্টোবরের ‘আল-আকসা তুফান অভিযান’-এর কথা, যা ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা কাঠামোয় বড় ধাক্কা দেয়।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

বিবৃতিদাতারা হামাসের নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন-এর ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের শাহাদতের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: ইসরাইলের হামলার মধ্যেও নির্ভয়ে সংবাদ পরিবেশন, ইরানের টেলিভিশন সঞ্চালিকাকে পুরস্কৃত করল ভেনেজুয়েলা 

তাঁরা পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন— “আর তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে এবং নির্যাতিত নারী, শিশু ও দুর্বলদের জন্য লড়াই করছ না?” — এই আয়াতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজ মুসলিম মুজাহিদরা কুফরি শক্তির বিরুদ্ধে লড়ছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়— “আজ ইরানের ওপর হামলা হয়েছে, আগামীকাল এই আগ্রাসনের শিকার হতে পারে যেকোনো মুসলিম দেশ। কারণ, এটি একটি জাতি বা অঞ্চল নয়—পুরো ইসলামি সভ্যতার ওপর যুদ্ধ।”

বিবৃতির শেষাংশে তারা কুরআনের আয়াত উদ্ধৃত করে বলেন—“তোমরা দুর্বল হয়ো না, চিন্তিত হয়ো না; যদি তোমরা ঈমানদার হও, তবে তোমরাই শ্রেষ্ঠ (ও বিজয়ী) হবে।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি

আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: গত ১২ দিনের ইরান–ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজয়কে ‘ইসলাম ও মানবতার বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সুন্নি সম্প্রদায়ের ১,৩০০ জনেরও বেশি আলেম, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী। রোববার প্রকাশিত এক যুগান্তকারী বিবৃতিতে তাঁরা মুসলিম বিশ্বের নেতা, আলেম, চিন্তক ও তরুণদের প্রতি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়— “এই বিজয় কেবল একটি রাষ্ট্রের নয়, বরং এটি সত্যের ওপর মিথ্যার পরাজয়, ইসলামের ওপর কুফরের পরাজয়। সময় এসেছে, মুসলিম উম্মাহ ঈমান, ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষক পশ্চিমা শক্তির বিরুদ্ধে সোচ্চার হবে।”

বিবৃতিতে ইসরাইলের শাসকগোষ্ঠীকে “ব্রিটিশ ষড়যন্ত্র ও মার্কিন চক্রান্তের ফসল” হিসেবে উল্লেখ করে বলা হয়— “এই দুষ্ট শক্তি মুসলিম দেশগুলোর দেহে ক্যান্সারের টিউমারের মতো ছড়িয়ে পড়েছে। তারা প্রতিদিন নিরস্ত্র নারী ও শিশুদের হত্যা করে মানবতার প্রতি চরম অপরাধ করছে।”

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়নের প্রতিবাদে বিবৃতিতে স্মরণ করা হয় ৭ অক্টোবরের ‘আল-আকসা তুফান অভিযান’-এর কথা, যা ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা কাঠামোয় বড় ধাক্কা দেয়।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

বিবৃতিদাতারা হামাসের নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন-এর ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের শাহাদতের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: ইসরাইলের হামলার মধ্যেও নির্ভয়ে সংবাদ পরিবেশন, ইরানের টেলিভিশন সঞ্চালিকাকে পুরস্কৃত করল ভেনেজুয়েলা 

তাঁরা পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন— “আর তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে এবং নির্যাতিত নারী, শিশু ও দুর্বলদের জন্য লড়াই করছ না?” — এই আয়াতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজ মুসলিম মুজাহিদরা কুফরি শক্তির বিরুদ্ধে লড়ছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়— “আজ ইরানের ওপর হামলা হয়েছে, আগামীকাল এই আগ্রাসনের শিকার হতে পারে যেকোনো মুসলিম দেশ। কারণ, এটি একটি জাতি বা অঞ্চল নয়—পুরো ইসলামি সভ্যতার ওপর যুদ্ধ।”

বিবৃতির শেষাংশে তারা কুরআনের আয়াত উদ্ধৃত করে বলেন—“তোমরা দুর্বল হয়ো না, চিন্তিত হয়ো না; যদি তোমরা ঈমানদার হও, তবে তোমরাই শ্রেষ্ঠ (ও বিজয়ী) হবে।”