ঝাড়খণ্ড হাসপাতালে চার রক্তদাতার শরীরে মিলল এইচআইভি ভাইরাস, উদ্বেগ
- আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 126
পুবের কলম, ওয়েবডেস্ক: এবার ঝাড়খণ্ড হাসপাতালে চার রক্তদাতার শরীরে মিলল এইচআইভি ভাইরাস। পাঁচ শিশুর শরীরে এইচআইভি মেলার পর চার রক্তদাতার শরীরে মিলল একই ভাইরাস। এই ঘটনায় ইতিমধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সূত্রের খবর, ঝাড়খণ্ডের চাইবাসা জেলার সদর হাসপাতালে থ্যালাসেমিয়ায় জন্য রক্ত নেওয়ার পরে পাঁচ শিশুর শরীরে এইচআইভি ভাইরাসের হদিশ মেলে। চিকিৎসকদের দাবি, থ্যালাসেমিয়ার চিকিৎসার অংশ হিসেবে এই শিশুদের শরীরে যে রক্ত দেওয়া হয়েছিল তার থেকেই এই সংক্রমণ। তবে শুধু দূষিত রক্ত নয়, সূচের থেকেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকেরা। তবে রক্তদাতার নমুনায় এইচআইভি মেলায় রক্ত গ্রহণের পদ্ধতি নিয়েই প্রশ্ন উঠছে।
এদিকে পাঁচজন শিশুর এইচআইভি পজিটিভ হওয়ার পর মামলা দায়ের হয় ঝাড়খণ্ড হাইকোর্টে। প্রধান বিচারপতি তারলোক সিং চৌহান এবং বিচারপতি রাজেশ শঙ্করের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতেই ভর্ৎসনার মুখে ঝাড়খণ্ড সরকার।




























