০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র কুরআনের উপর কপিরাইট থাকতে পারে নাঃদিল্লি আদালত  

ইমামা খাতুন
  • আপডেট : ৪ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 72

পুবের কলম ওয়েবডেস্কঃ ‘ইসলামিক স্টাডিজ’ শীর্ষক একটি বইকে কেন্দ্র করে গ্রন্থস্বত্ব আইন ভাঙ্গার মামলা খারিজ করলো দিল্লির এক আদালত। এই মামলায় আবেদনকারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানাও ধার্য করেছে আদালত। আদালত মামলাটি খারিজ করতে গিয়ে বলেছে  পবিত্র কুরআন এবং হাদিসের শিক্ষার উপর কারওর গ্রন্থস্বত্ব বা কপিরাইট থাকতে পারে না।

পবিত্র কুরআনের উপর কপিরাইট থাকতে পারে নাঃদিল্লি আদালত  

আরও পড়ুন: মাহে রমযানে পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, আলিয়ার অনুষ্ঠানে বললেন ইমরান

জেলা আদালতের বিচারক সঞ্জীব কুমার আগরওয়াল  বলেন, কিছু ইসলামিক বইয়ে বিষয়বস্তু এক এবং অভিন্ন হতে পারে, কারণ  ইসলামের পবিত্র গ্রন্থ কোরাণ এবং হাদিসে বর্ণিত ইসলামিক শিক্ষাগুলি সব জায়গায় এক। অন্য পুস্তকে সেই শিক্ষাগুলি তুলে ধরতে বিষয়বস্তু এক তো হবেই। বিচারক বলেন, তাই তার মনে হয় কুরআন হাদিস এবং অন্যান্য ইসলামিক গ্রন্থে যে ইসলামি শিক্ষার নির্যাস পাওয়া যায় তার উপর কারওর গ্রন্থস্তত্বের দাবি মেনে নেওয়া যায় না। এই মামলাটি করেছিল  দিল্লির দরিয়াগঞ্জের এক প্রকাশক সংস্থা ইসলামিক বুক সার্ভিস প্রাইভেট লিমিটেড।

আরও পড়ুন: পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

 

আরও পড়ুন: চার মাসে নিজ হাতে পবিত্র কোরআন লিখে বিস্ময় সৃষ্টি কাশ্মীরি কন্যার

যারা ইসলামি বই প্রকাশ এবং রফতানি ব্যবসা করে। তাদের দাবি ‘ইসলামি তালিমাত’ সিরিজের মোট ৮ খণ্ড বইয়ের লেখক এবং স্বত্ত্বাধিকারী হলেন মৌলভি আবদুল আজিজ। তিনি এই বইটির স্বত্ব এবং পাণ্ডুলিপি অর্থের বিনিময়ে হস্তান্তর করেছেন বাদী সংস্থাকে। বাদী সংস্থার দাবি তারা ২০১৮ সালের মে মাসে জানতে পারে যে জনৈক আবদুর রউফ নাবি বাকালি মৌলভি আজিজের উক্ত বই প্রকাশ করেছেন যার গ্রন্থস্বত্ব রয়েছে বাদী সংস্থার হাতে।

পবিত্র কুরআনের উপর কপিরাইট থাকতে পারে নাঃদিল্লি আদালত  

তাদের আর্জিতে বাদী সংস্থা জানিয়েছে, তারা ১৯৯২ সাল থেকে মৌলভি আজিজের উক্ত বই দেশে এবং বিদেশে বিক্রি করে আসছে। বাদীপক্ষের যুক্তি খারিজ করে দিয়ে আদালত বলেছে বাদীর বইয়ের নাম হল ‘স্টাডিজ ইন ইসলাম’ এবং বিবাদীপক্ষের বইয়ের নাম হল ‘ইসলামিক স্টাডিজ’। ইসলামিক শিক্ষার উৎপত্তি যেহেতু পবিত্র কুরআন  এবং হাদিস তাহলে উক্ত দুটি বইয়ে ইসলাম সম্পর্কিত বিষয়বস্তু এক হওয়া স্বাভাবিক। পবিত্র কুরআন এর  এবং হাদিসের উপর তাই কপিরাইট থাকতে পারে না।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র কুরআনের উপর কপিরাইট থাকতে পারে নাঃদিল্লি আদালত  

আপডেট : ৪ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ‘ইসলামিক স্টাডিজ’ শীর্ষক একটি বইকে কেন্দ্র করে গ্রন্থস্বত্ব আইন ভাঙ্গার মামলা খারিজ করলো দিল্লির এক আদালত। এই মামলায় আবেদনকারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানাও ধার্য করেছে আদালত। আদালত মামলাটি খারিজ করতে গিয়ে বলেছে  পবিত্র কুরআন এবং হাদিসের শিক্ষার উপর কারওর গ্রন্থস্বত্ব বা কপিরাইট থাকতে পারে না।

পবিত্র কুরআনের উপর কপিরাইট থাকতে পারে নাঃদিল্লি আদালত  

আরও পড়ুন: মাহে রমযানে পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, আলিয়ার অনুষ্ঠানে বললেন ইমরান

জেলা আদালতের বিচারক সঞ্জীব কুমার আগরওয়াল  বলেন, কিছু ইসলামিক বইয়ে বিষয়বস্তু এক এবং অভিন্ন হতে পারে, কারণ  ইসলামের পবিত্র গ্রন্থ কোরাণ এবং হাদিসে বর্ণিত ইসলামিক শিক্ষাগুলি সব জায়গায় এক। অন্য পুস্তকে সেই শিক্ষাগুলি তুলে ধরতে বিষয়বস্তু এক তো হবেই। বিচারক বলেন, তাই তার মনে হয় কুরআন হাদিস এবং অন্যান্য ইসলামিক গ্রন্থে যে ইসলামি শিক্ষার নির্যাস পাওয়া যায় তার উপর কারওর গ্রন্থস্তত্বের দাবি মেনে নেওয়া যায় না। এই মামলাটি করেছিল  দিল্লির দরিয়াগঞ্জের এক প্রকাশক সংস্থা ইসলামিক বুক সার্ভিস প্রাইভেট লিমিটেড।

আরও পড়ুন: পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

 

আরও পড়ুন: চার মাসে নিজ হাতে পবিত্র কোরআন লিখে বিস্ময় সৃষ্টি কাশ্মীরি কন্যার

যারা ইসলামি বই প্রকাশ এবং রফতানি ব্যবসা করে। তাদের দাবি ‘ইসলামি তালিমাত’ সিরিজের মোট ৮ খণ্ড বইয়ের লেখক এবং স্বত্ত্বাধিকারী হলেন মৌলভি আবদুল আজিজ। তিনি এই বইটির স্বত্ব এবং পাণ্ডুলিপি অর্থের বিনিময়ে হস্তান্তর করেছেন বাদী সংস্থাকে। বাদী সংস্থার দাবি তারা ২০১৮ সালের মে মাসে জানতে পারে যে জনৈক আবদুর রউফ নাবি বাকালি মৌলভি আজিজের উক্ত বই প্রকাশ করেছেন যার গ্রন্থস্বত্ব রয়েছে বাদী সংস্থার হাতে।

পবিত্র কুরআনের উপর কপিরাইট থাকতে পারে নাঃদিল্লি আদালত  

তাদের আর্জিতে বাদী সংস্থা জানিয়েছে, তারা ১৯৯২ সাল থেকে মৌলভি আজিজের উক্ত বই দেশে এবং বিদেশে বিক্রি করে আসছে। বাদীপক্ষের যুক্তি খারিজ করে দিয়ে আদালত বলেছে বাদীর বইয়ের নাম হল ‘স্টাডিজ ইন ইসলাম’ এবং বিবাদীপক্ষের বইয়ের নাম হল ‘ইসলামিক স্টাডিজ’। ইসলামিক শিক্ষার উৎপত্তি যেহেতু পবিত্র কুরআন  এবং হাদিস তাহলে উক্ত দুটি বইয়ে ইসলাম সম্পর্কিত বিষয়বস্তু এক হওয়া স্বাভাবিক। পবিত্র কুরআন এর  এবং হাদিসের উপর তাই কপিরাইট থাকতে পারে না।