সুন্দরবন বেড়াতে যাবার পথে ভয়াবহ পথ দূর্ঘটনা, মৃত ৩-আহত ২০
- আপডেট : ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার
- / 138
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। আহত হয়েছে আরও ২০ জন। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পঞ্চমের বাজার সংলগ্ন এলাকার দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পাথরপ্রতিমা গঞ্জের বাজার গয়াধাম এলাকার বেশ কয়েকটি পরিবার সুন্দরবন বেড়াতে যাচ্ছিলেন। দুটি ম্যাটাডোর গাড়ি করে প্রায় পঞ্চাশ জন ক্যানিং এর উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি ছাড়ার ৪ কিলোমিটারের মধ্যে একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। আর তাতেই প্রাণ হারায় তিন জন। আহত হয় কমপক্ষে ২০ জন। স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে স্থানীয় গদমথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। মঙ্গলবার সকালে তাদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে আহতদের। এদিকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


























