রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল, বিক্ষোভ
- আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- / 243
পুবের কলম প্রতিবেদক, ডায়মন্ড হারবার: রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ডায়মন্ড হারবার (Diamond Harbour Government Medical College & Hospital) গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তলপেটে টিউমারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোহিনী তারান্নুম নামে ১৯ বছরের এক তরুণী। দীর্ঘ চিকিৎসার পর বুধবার রাতে তার মৃত্যু হয়। তবে মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। রোগীর মৃত্যুর খবর পাওয়া মাত্রই ক্ষুব্ধ পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিকী পরিস্থিতির মধ্যে পড়ে যান। উত্তেজনা বাড়তে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে নারাজ।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে জানিয়েছেন, ‘ফোন পাওয়া মাত্রই পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ওই চিকিৎসককে। চিকিৎসক নিগ্রহের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়।’














































