মার্চের শুরুতে বাড়বে গরম
- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
- / 145
Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
পুবের কলম প্রতিবেদক: মার্চের শুরুতে বাড়বে গরম। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাস রয়েছে। ৩৩ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা।৩৪ ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। মূলত তাপমাত্রা রাতে বাড়বে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য,পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার একাংশ সহ একাধিক জায়গায় শিলা বৃষ্টি হয়েছে। বজ্র বিদ্যুত সহ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। যার জেরে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি থেকে ধীরে-ধীরে বেরিয়ে আসছিল গোটা যাচ্ছিল বাংলা। এরপর আলিপুর জানাল মার্চ থেকে গরমের জ্বালা ফের ভোগ করতে হবে। তবে বৃষ্টির এখনই কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। কয়েকদিন আগেও অকাল বৃষ্টি দেখেছে বাংলা। গত সপ্তাহেই বৃষ্টি ভিজিয়েছে গোটা রাজ্যকে।













































