ডেঙ্গুর প্রকোপের জন্য বাতিল হচ্ছে হোটেল বুকিং, মাথায় হাত শিলিগুড়ির ব্যবসায়ীদের

- আপডেট : ১১ নভেম্বর ২০২২, শুক্রবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত প্রায় কয়েক হাজার রাজ্যবাসী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে বহু মানুষের। ফলে আতঙ্ক বাড়ছে। এবার তার প্রভাব দেখা গেল শিলিগুড়ির হোটেল ব্যবসায়।
সাধারণত অক্টোবর নভেম্বর মাসে এই শহর গুলিতে বেশি পর্যটক আসে। তবে এবারের দৃশ্য অনেক টাই আলাদা। ডেঙ্গু সংক্রমণের বাড়াবাড়ি দেখে বিভিন্ন প্রয়োজনে বাইরে থেকে আসা লোকজন শহরে আর রাত কাটাতে চাইছেন না।
হোটেল ব্যবসায়ীদের কথায়, এঁরা বিজনেস টুরিস্ট। শিলিগুড়ির অনেক হোটেল এই বিজনেস টুরিস্টদের ওপর নির্ভর করে থাকে। ডেঙ্গুর ভয়ে ওই পর্যটকরা অনেকেই অক্টোবর-নভেম্বর মাসের বুকিং বাতিল করে দিয়েছেন। ফলে দুশ্চিন্তা বাড়ছে শহরের হোটেল মালিকদের। শহরে ডেঙ্গুর প্রকোপ কবে কমবে সেদিকে তাকিয়ে হোটেল ব্যবসায়ীরা।
ডেঙ্গু হল এডস মশার কামড়ে একটি রোগ। এতে মাথাব্যথা, পেশি এবং জয়েন্টে ব্যথা হয়।
গত কয়েক মাস ধরেই শিলিগুড়িতে ডেঙ্গুর প্রকোপ চলছে। কোনওভাবেই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিন জ্বরে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। তাদের রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গুর জীবাণু মিলছে।
তবে ডেঙ্গুকে সম্পূর্ণ নির্মূল করতে দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুরনিগম এমনটাই সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে।