বাড়ির পুরকর নির্ধারণে ভুল তথ্য দিলে জরিমানা

- আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার
- / 72
পুবের কলম প্রতিবেদক: বাম আমলের মতো ইন্সপেক্টর রাজ নয়। মানুষের সততায় আস্থা রেখে সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমেই সম্পত্তি কর আদায় প্রথা চালু করেছিল তৃণমূল সরকার। প্রতি পাঁচ বছর অন্তর এই কর পুনঃ নির্ধারণ করা হয়ে থাকে। সেখানে পুরসভা ও পুরনিগমের রাজস্ব বাড়ানোর ছাড়াও রাজস্ব আদায়ে স্বচ্ছতা বজায় রাখাও আরেকটি উদ্দেশ্য। সোমবার বিধানসভায় এই সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে দুটি সংশোধনী বিল আনলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বিল নিয়ে আলোচনা পর্বে বিরোধী বিধায়করা বিলটিকে সমর্থন জানালেও এতে কিছু অসম্পূর্ণতার কথা বলেন। জবাবে বিলটির পক্ষে দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার, অতীন ঘোষ প্রমুখ বিধায়করা যুক্তি দিয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সম্পত্তি কর আদায়ে বিলটির তাৎপর্য ব্যাখ্যা করেন। সেইসঙ্গে সংশোধনী বিলে সম্পত্তির মালিকরা ভুল তথ্য দিলে সম্পত্তির ৩০ শতাংশ হারে জরিমানার নিয়ম চালু হওয়ার কথা জানান মন্ত্রী ফিরহাদ হাকিম।