প্রেমের সম্পর্কে টানাপোড়েনে রেললাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

- আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
- / 148
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : এবার প্রেমের সম্পর্কের টানাপোড়েনে এক গৃহবধূ ট্রেন লাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করলো। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাঁচলো প্রাণ। আর এই খবর পেয়েই গৃহবধূর প্রেমিকও দ্রুত চলে আসে রেল গেটে।
খবর দেওয়া হয় বারুইপুর জি আর পি কে। দ্রুততার সঙ্গে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ওই গৃহবধূ কে উদ্ধার করে। একই সঙ্গে তাঁর প্রেমিক কে থানায় নিয়ে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালায়। পাশাপাশি ওই গৃহবধূর বাড়ির লোকজন কেও পুলিশ খবর দেয়। রবিবার রাতে আত্মহত্যার জন্য ডাউন লাইনে বসে পড়ে ওই গৃহবধূ। সেই সময় ডাউন লক্ষীকান্তপুর লোকাল বারুইপুরের বৈষ্ণব পাড়া ২ নম্বর গেটের কাছে এসে পড়ে।
এমনকি, শাসন স্টেশন থেকে আপ লক্ষীকান্তপুর ছেড়েছিল। তা দেখে স্থানীয় বাসিন্দারা কেউ লাল গামছা উড়িয়ে কেউবা লাইন ধরে ছুটে গিয়ে ট্রেন চালককে ট্রেন থামানোর জন্য অনুরোধ করেন। এরপরেই চালক ট্রেন থামিয়ে দেয়। আর তার জেরেই ওই গৃহবধূর প্রাণ বাঁচে।
জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ি মল্লিকপুরে। সে বিবাহিত। প্রেমিকের বাড়ি মথুরাপুরে। সেও বিবাহিত। এদিন প্রেমিকের সঙ্গে ফোনে সম্পর্ক নিয়ে প্রেমিকার রাগারাগি হয়। তার জেরেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।