০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে রোদচশমা সহ ছাতা, ও.আর.এস তুলে দিলেন হাওড়ার সিপি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার
  • / 31

আইভি আদক, হাওড়া:  গরমে অক্লান্ত পরিশ্রম করছেন ওঁরা। ট্রাফিক পুলিশ কর্মীদের রোদচশমা, ছাতা, ও.আর.এস তুলে দিলেন হাওড়ার নগরপাল। শহর জুড়ে রাস্তার মোড়ে মোড়ে চড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা কর্তব্যরত থাকেন ট্রাফিক পুলিশের কর্মীরা।

সহকর্মীদের সুস্থতার কথা মাথায় রেখে শনিবার পয়লা বৈশাখ সকালে হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ও.আর.এস, জলের বোতল, রোদচশমা, ছাতা তুলে দেন। এদিন কোনা ট্রাফিক পুলিশে কর্মরত কর্মীদের হাতে এইসব জিনিস তুলে দেন তিনি।

আরও পড়ুন: দামি পোশাক, সান গ্লাস পরার অপরাধে দলিত যুবককে বেধড়ক মার, ধৃত ৭  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে রোদচশমা সহ ছাতা, ও.আর.এস তুলে দিলেন হাওড়ার সিপি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার

আইভি আদক, হাওড়া:  গরমে অক্লান্ত পরিশ্রম করছেন ওঁরা। ট্রাফিক পুলিশ কর্মীদের রোদচশমা, ছাতা, ও.আর.এস তুলে দিলেন হাওড়ার নগরপাল। শহর জুড়ে রাস্তার মোড়ে মোড়ে চড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা কর্তব্যরত থাকেন ট্রাফিক পুলিশের কর্মীরা।

সহকর্মীদের সুস্থতার কথা মাথায় রেখে শনিবার পয়লা বৈশাখ সকালে হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ও.আর.এস, জলের বোতল, রোদচশমা, ছাতা তুলে দেন। এদিন কোনা ট্রাফিক পুলিশে কর্মরত কর্মীদের হাতে এইসব জিনিস তুলে দেন তিনি।

আরও পড়ুন: দামি পোশাক, সান গ্লাস পরার অপরাধে দলিত যুবককে বেধড়ক মার, ধৃত ৭