নতুন রূপে হাওড়া-দিল্লী রাজধানী এক্সপ্রেস

- আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
- / 123
পুবের কলম ওয়েবডেস্ক: আমূল বদলে গেল হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেস। পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ ১০০ বছর পূর্ণ করেছে এবং ঐতিহাসিক এই মাইলফলককে স্মরণীয় করে রাখতে, বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) সঞ্জীব কুমার মাসব্যাপী উদযাপনের ঘোষণা করেছেন। যাইহোক, এই ১০০ বছর পূর্তি উপলক্ষে নতুন রূপ দেওয়া হল হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেসকে।
হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেস রেল যাত্রীদের কাছে এক গুরুত্বপূর্ণ ট্রেন। যারা কলকাতা থেকে রাজধানী যান বা রাজধানী দিল্লি থেকে কলকাতা আসেন তাঁদের কাছে এই ট্রেনের মাহাত্মই আলাদা। যাইহোক, হাওড়া বিভাগের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই ট্রেনটিকে একদম নববধূর সাজে সাজিয়ে দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা, ট্রেনটির মধ্যে এমন কিছু নিখুঁত জিনিস তুলে ধরা হয়েছে যা সকলকে অবাক করে রেখে দিয়েছে।
ট্রেনটির ইঞ্জিনে আঁকা হয়েছে ঐতিহাসিক হাওড়া স্টেশনের বিভিন্ন ছবিও। এছাড়াও রয়েছে হাওড়া ব্রিজের ছবি, পুরোনো হাওড়া স্টেশন এবং অন্যদিকে রয়েছে স্টেশনের বর্তমান ছবি। এশিয়ার অন্যতম ব্যস্ততম রেলস্টেশন হল হাওড়া স্টেশন। প্রতিদিন যাতায়াত করেন গড়ে প্রায় ১১ লক্ষ যাত্রী।
বর্তমান সময়ে যাত্রীদের সুবিধার্থে এই হাওড়া স্টেশনকে আরও ঢেলে সাজানো হচ্ছে। হাওড়া ইয়ার্ডের বড় ধরনের সংস্কারের কাজ চলছে, যার লক্ষ্য হল পুরাতন কমপ্লেক্সের প্ল্যাটফর্মগুলিতে ২৪টি কোচ বিশিষ্ট পূর্ণ দৈর্ঘ্যের ট্রেন স্থাপন করা। এই আপগ্রেডেশনের ফলে প্ল্যাটফর্মের বাইরে কোচের সমস্যা দূর হবে, যাত্রীদের নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
অনেকেই হয়তো জানেন তো আবার অনেকেই হয়তো জানেন না যে পূর্ব রেলওয়ের প্রাচীনতম হাওড়া বিভাগ, ১৮৫৪ সালের ১৫ আগস্ট হাওড়া থেকে প্রথম ট্রেন চলাচলের সময় থেকেই এর সূচনা হয়েছিল। তবে, বিভাগটি আনুষ্ঠানিকভাবে ১ জানুয়ারি, ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন ব্রিটিশ ভারতীয় সরকার পূর্ব ভারতীয় রেলওয়ের প্রশাসন গ্রহণ করে এবং হাওড়া সহ ছয়টি বিভাগ গঠন করে।