বড়দিনে পথশিশুদের জন্য খুলে দেওয়া হল হাওড়া তারামণ্ডল, সান্তাক্লজ সেজে বড়দিনের উপহার তুলে দেন পুর প্রশাসক

- আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার
- / 129
আইভি আদক, হাওড়াঃ বড়দিনে পথশিশুদের জন্য খুলে দেওয়া হল হাওড়ার থ্রিডি তারামণ্ডল। এদিন এই বিশেষ উদ্যোগ নিয়েছিল হাওড়া পুরনিগম। সান্তাক্লজ সেজে শিশুদের বড়দিনের উপহার তুলে দেন পুর প্রশাসক।
বড়দিনের পবিত্র ক্ষণে হাওড়া শহরের পথশিশুদের জন্য খুলে দেওয়া হয় হাওড়া পৌরনিগমের হাওড়া তারামন্ডল (Howrah Planetarium)।
এই অনাথ, সহায়-সম্বলহীন শৈশবের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নেন হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী।
এদিন হাওড়া পুরনিগমের উদ্যোগে বড়দিনটা একটু অন্যভাবে উপভোগ করে পথ শিশুরা।
বড়দিনের সকালে শরৎ সদনে হাওড়া তারামণ্ডলে প্রায় ১০০ জন পথশিশু দেশের প্রথম থ্রিডি তারামন্ডলে বিশেষ শো দেখে। এছাড়াও শিশুদের মধ্যে কেক এবং মিষ্টি বিতরণ করা হয়। হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী জানান, বড়দিনের আনন্দ এই বিশেষ শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।