০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১ দশকের মধ্যেই চাঁদে মানব বসতি !

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 68

পুবের কলম ওয়েব ডেস্কঃ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে মানব বসতির উপযোগী স্থাপনা নির্মাণের প্রকল্প নিয়ে কাজ শুরুর পরিকল্পনা করছে। আর্টেমিস প্রকল্পের বিভিন্ন অংশ ও যন্ত্রাংশের কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা প্রমাণিত হলে পুরোদমে চাঁদে তৈরি হবে মানব বসতি। আর্টেমিস ওয়ান মিশনের অংশ হিসাবে ১৬ নভেম্বর চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ওরিয়ন স্পেসক্র্যাফ্ট।

 

আরও পড়ুন: ফের চাঁদের দেশে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৫ মিশনে ছাড়পত্র দিল কেন্দ্র

চাঁদে বৈজ্ঞানিক মিশনগুলো পরিচালনার জন্য দীর্ঘ সময় মানব জীবনধারণের উপযোগী বাসস্থান প্রয়োজন বলে মন্তব্য করেছেন ওরিয়ন নির্মাণ প্রকল্পের প্রধান হাওয়ার্ড হু। বর্তমানে চাঁদ থেকে ৫৮ হাজার ৮০০ মাইল দূরে আছে আর্টেমিস। চাঁদে নভোশ্চরদের নিয়ে যাওয়ার জন্যই ওরিয়নের নকশা করেছে নাসা। তবে পরীক্ষামূলক প্রথম মিশনে কোনও মানুষ নেই যানটিতে। তার বদলে তিনটি পুতুল রয়েছে এতে। ১৬ নভেম্বরের আর্টেমিস ওয়ান উৎক্ষেপণ দেখার অভিজ্ঞতাকে ‘একটি অবিশ্বাস্য অনুভূতি’ এবং ‘একটি স্বপ্ন’ বলেছেন হু। আর্টেমিস ওয়ান সফল হলে দ্বিতীয় মিশনে মানব নভোশ্চররা থাকবেন বলে জানিয়েছেন হু। তৃতীয় মিশনে নভোশ্চরদের নিয়ে চাঁদে অবতরণ করবে ওরিয়ন। শেষবার চাঁদে কোনও নভোশ্চরের পদচিহ্ন পড়েছিল ১৯৭২ সালের ডিসেম্বর মাসে।

আরও পড়ুন: চাঁদে অবতরণের পথে মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’

আরও পড়ুন: সময়ের অপেক্ষা, চাঁদের দেশে পা রাখার আগেই চমকপ্রদ ছবি শেয়ার ইসরো’র

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১ দশকের মধ্যেই চাঁদে মানব বসতি !

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে মানব বসতির উপযোগী স্থাপনা নির্মাণের প্রকল্প নিয়ে কাজ শুরুর পরিকল্পনা করছে। আর্টেমিস প্রকল্পের বিভিন্ন অংশ ও যন্ত্রাংশের কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা প্রমাণিত হলে পুরোদমে চাঁদে তৈরি হবে মানব বসতি। আর্টেমিস ওয়ান মিশনের অংশ হিসাবে ১৬ নভেম্বর চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ওরিয়ন স্পেসক্র্যাফ্ট।

 

আরও পড়ুন: ফের চাঁদের দেশে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৫ মিশনে ছাড়পত্র দিল কেন্দ্র

চাঁদে বৈজ্ঞানিক মিশনগুলো পরিচালনার জন্য দীর্ঘ সময় মানব জীবনধারণের উপযোগী বাসস্থান প্রয়োজন বলে মন্তব্য করেছেন ওরিয়ন নির্মাণ প্রকল্পের প্রধান হাওয়ার্ড হু। বর্তমানে চাঁদ থেকে ৫৮ হাজার ৮০০ মাইল দূরে আছে আর্টেমিস। চাঁদে নভোশ্চরদের নিয়ে যাওয়ার জন্যই ওরিয়নের নকশা করেছে নাসা। তবে পরীক্ষামূলক প্রথম মিশনে কোনও মানুষ নেই যানটিতে। তার বদলে তিনটি পুতুল রয়েছে এতে। ১৬ নভেম্বরের আর্টেমিস ওয়ান উৎক্ষেপণ দেখার অভিজ্ঞতাকে ‘একটি অবিশ্বাস্য অনুভূতি’ এবং ‘একটি স্বপ্ন’ বলেছেন হু। আর্টেমিস ওয়ান সফল হলে দ্বিতীয় মিশনে মানব নভোশ্চররা থাকবেন বলে জানিয়েছেন হু। তৃতীয় মিশনে নভোশ্চরদের নিয়ে চাঁদে অবতরণ করবে ওরিয়ন। শেষবার চাঁদে কোনও নভোশ্চরের পদচিহ্ন পড়েছিল ১৯৭২ সালের ডিসেম্বর মাসে।

আরও পড়ুন: চাঁদে অবতরণের পথে মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’

আরও পড়ুন: সময়ের অপেক্ষা, চাঁদের দেশে পা রাখার আগেই চমকপ্রদ ছবি শেয়ার ইসরো’র