দুর্ভিক্ষের আশঙ্কা
আর ১৪ দিনের খাবার মজুদ আছে গাজায়

- আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
- / 211
পুবের কলম, আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আর মাত্র দুই সপ্তাহের খাবার অবশিষ্ট রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ফলে লক্ষ লক্ষ মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলেই উদ্বিগ্ন প্রকাশ করেছেন তাঁরা।
জানা গেছে, গাজায় প্রায় পাঁচ হাজার ৭০০ টন খাদ্য মজুদ রয়েছে। এটি সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য ডব্লিউএফপির কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট।’
সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় সামরিক অভিযান শুরু করেছে ইহুদিবাহিনী। ইসরাইলি অভিযানের ফলে মাত্র সাত দিনে এক লক্ষ ৪২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গাজায় মানবিক ত্রাণ প্রবেশে ইসরাইলের নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর সরবরাহ কমে যাওয়ার বিষয়ে রাষ্ট্রসংঘ এদিন সতর্ক করেছে।
ডব্লিউএফপি বৃহস্পতিবার জানিয়েছে, তারা ও খাদ্য নিরাপত্তা খাতের অন্যান্যরা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় নতুন খাদ্য সরবরাহ আনতে পারেনি। তাই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ।