পূর্ণ রাজ্যের মর্যাদা চেয়ে অনশন লাদাখে

- আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
- / 22
পুবের কলম,ওয়েবডেস্ক : লাদাখকেও পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি করে শনিবার সকাল থেকে তিনদিনের অনশন শুরু হল কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং লেহ অ্যাপেক্স বডির নেতৃত্বে। শহরের হুসানি পার্কে এই দুই গোষ্ঠীর সদস্যরা অনশন করছেন। তাঁদের আরও দাবি সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে এই এলাকাকে।
সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত হলে সেই অঞ্চল স্বশাসন পায়। দুই সংগঠনেরই দাবি, কেন্দ্র তাদের সঙ্গে আলোচনা করার কথা বলে এখন বিলম্ব করছে। গত ৫ বছর ধরে এই দুই সংগঠন এইসব দাবিদাওয়া নিয়ে আন্দোলন চালাচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে বারকয়েক কথা বলেছে। অনশন মঞ্চেও বড় ব্যানারে লেখা রয়েছে ‘ লাদাখবাসী যাতে লাদাখকে শাসন করতে পারেন, সেটাই লক্ষ্য আমাদের’। কেডিএর কো-চেয়ারম্যান আসগর আলি কারবালাই বলেছেন, গত চার বছর ধরে আমরা প্রতিবাদ, অনশন, পদযাত্রা করে আসছি।
কিছু বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে, কিছু ব্যাপারে কথা হবে। মূল দাবি, পূর্ণ রাজ্যের মর্যাদা। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। আমরা আশাবাদী। তবে এই যে আমরা অনশন করছি, তা করতে বাধ্য করছে কেন্দ্র। কেডিএর আর এক নেতা সাজ্জাদ কারগিলি বললেন, সরকার আশ্বাস দিয়েও তা রাখতে ব্যর্থ হচ্ছে। আমরা শান্তিপূর্ণ ভাবে এবং গণতান্ত্রিক ভাবে আন্দোলন করতে চাই। সরকার তো নিজেই বলেছিল যে এইসব দেওয়া হবে। এখন নীরব কেন?