ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, কোথায় ল্যান্ডফল, কি বলছেন আবহবিদরা

- আপডেট : ৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার
- / 39
পুবের কলম, ওয়েবডেস্কঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। তবে কোথায় ল্যান্ডফল করবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশাখাপত্তনম থেকে ৪২০ কিমি দূরে বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। গোপালপুর থেকে জাওয়াদের দূরত্ব ৪৩০ কিমি।
ক্রমশই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। অন্ধ্রপ্রদেশ উপকূল পার করে পুরীর দিকে এগোবে, এর পর বাংলায় ঢুকবে। জাওয়াদের প্রভাবে কাজ থেকে থেকে শুরু হবে বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনায়। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতামূলক প্রচার চলছে।
সাগর, নামখানা, পাথর প্রতিমায়, বকখালিতে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাইকিং করে সচেতনতার প্রচার করা হচ্ছে। কলকাতা সহ ৮টি জেলায় এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। কেএমসি বিদ্যুতের তার খুলে দিয়েছে। রাজ্য বিদ্যুত দফতরে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে।